চলচ্চিত্র প্রক্ষেপণ যন্ত্র
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চলচ্চিত্র প্রক্ষেপন যন্ত্র হচ্ছে এমন একোটি আলোক অভিক্ষেপন যন্ত্র যার দ্বারা সাদা পর্দার উপর চলচ্চিত্র প্রদর্শন করা যায়।
সর্বপ্রথম চলচ্চিত্র প্রক্ষেপন যন্ত্রটি ছিল যুপ্রাক্সিস্কোপ যা ব্রিটিশ ফটোগ্রাফার এডুয়ার্ড মাইব্রিজ [Eadweard Muybridge] ১৮৭৯ সালে আবিষ্কার করেছিলেন। যুপ্রাক্সিস্কোপ থেকে কাচের চাক্তির ঘুর্ননের মাধ্যমে আলোকচিত্র প্রদর্শিত হত।
এরপর এক ফরাসী নাগরিক লুই লে প্রিন্স (Louis Le Prince)ইংল্যান্ডের লিডস শহরে কর্মরত অবস্থায় ১৮৮৮ সালে আধুনিক একটি চলচ্চিত্র প্রক্ষেপন যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রটিতে লে প্রিন্স ১৬টি লেন্স একত্রিত করে ক্যামেরা এবং প্রক্ষেপন যন্ত্রের রূপ দেন। ১৮৮৮ সালে তিনি তার যন্ত্রটি দ্বারা একটি চলচ্চিত্র ধারণ করেন যা ছিল পৃথিবীর সর্বপ্রথম চলচ্চিত্র এবং যার নাম Roundhay Garden Scene ।
এরপর অগাস্ট এবং লুই লুমিয়ার Lumière brothers এরা দুই ভাই সর্বপ্রথম সফল চলচ্চিত্র প্রক্ষেপন যন্ত্রটি আবিষ্কার করেন। তারা ১৮৯৪ সালে তাদের সর্বপ্রথম চলচ্চিত্র Sortie de l'usine Lumière de Lyon ধারণ করেন যা তার পরবর্তি বছর জনসম্মুখে প্রদর্শ্ন করা হয়েছিল।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.