গোরক্ষপুর জেলা (হিন্দি: गोरखपुर ज़िला, প্রতিবর্ণীকৃত: গোরখপুর জ়িলা) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জেলা; গোরক্ষপুর হল জেলার সদরদপ্তর। গোরক্ষপুর, উত্তরপ্রদেশ রাজ্যের ৭৫টি জেলার মধ্যে বৃহত্তম, গুরুত্বপূর্ণ জেলা।
গোরক্ষপুর জেলা गोरखपुर ज़िला | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
উত্তরপ্রদেশে গোরক্ষপুরের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
প্রশাসনিক বিভাগ | গোরক্ষপুর |
সদরদপ্তর | গোরক্ষপুর |
তহশিল | ৭ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | গোরক্ষপুর, বাঁশগাঁও |
আয়তন | |
• মোট | ৭,৪৮৩.৮ বর্গকিমি (২,৮৮৯.৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৪,৩৬,২৭৫[1] |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৩.২৫%.[1] |
• লিঙ্গানুপাত | ৯৪৪ |
প্রধান মহাসড়ক | ২৮ নং মহামার্গ, ২৩৩খ মহামার্গ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
ভৌগোলিক তথ্য
গোরখপুর জেলা ২৬° ৪৬´ উত্তর অক্ষাংশ ও ৮৩° ২২´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। জেলার আয়াতন ৭,৪৮৩.৮ বর্গকিলোমিটার (২,৮৮৯.৫ মা২)। জেলার উত্তরে মহারাজগঞ্জ জেলা, পূর্বে কুশীনগর ও দেওরিয়া জেলা, দক্ষিণে (রাজেসুলতানপুর)আম্বেডকর নগর, আজমগড়, ও মৌ জেলা এবং পশ্চিমে সন্ত কবির নগর জেলা জেলা অবস্থিত। গোরখপুর জেলা গোরখপুর বিভাগের অন্তর্গত।[2]
অর্থনীতি
গোরখপুর জেলা অর্থনৈতিক দিক থেকে তেমন উন্নত নয়। ২০০৬ সালে ভারত সরকার গোরখপুর জেলাকে ভারতের ২৫০টি পিছেয়ে পড়া ও অনুন্নত জেলাগুলির অন্যতম হিসেবে ঘোষণা করে।[3]
জনসংখ্যার উপাত্ত
গোরখপুর ভারতে জনবহুলতম জেলাগুলির অন্যতম; ২০১১ জনগণনা অনুসারে গোরখপুর জেলার জনসংখ্যা ৪,৪৩৬,২৭৫,[1] যা প্রায় ক্রোয়াটিয়ার সমান।[4] অথবা যুক্তরাষ্ট্রের কেন্টুকীর সমান.[5] গোরখপুর জেলা জনসংখ্যার ভিত্তিতে ভারতে ৪০তম (মোট ৬৪০টির বাইরে)।[1] এই জেলার জনঘনত্ব ১,৩৩৬ জন প্রতি বর্গকিলোমিটার (৩,৪৬০ জন/বর্গমাইল)।[1] ২০০১-২০১১ মধ্যে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ১৭.৬৯%।[1] ২০১১ জনগণনা অনুসারে জেলার লিঙ্গানুপাত প্রতি ১০০০ পুরুষে ৯৪৪ জন মহিলা[1] ও সাক্ষরতা হার ৭৩.২৫%।[1]
ভাষা
গোরখপুর জপলার দাপ্তরিক ভাষা হিন্দি ও উর্দু। স্থানীয় জনগণ উর্দু ও ভোজপুরি ভাষাতে বথা বলে
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.