কলবুরগি জেলা
কর্ণাটকের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গুলবার্গা জেলা বা সরকারিভাবে পরিচিত কলবুরগি জেলা [1] হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের ৩০টি জেলার মধ্যে উত্তর দিকে অবস্থিত একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের গুলবার্গা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর গুলবার্গা শহরে অবস্থিত৷ [2]
গুলবার্গা জেলা ಕಲಬುರ್ಗಿ | |
---|---|
কর্ণাটকের জেলা | |
কলবুরগি জেলা | |
কর্ণাটক রাজ্যে গুলবার্গা জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ১৭.৩৩° উত্তর ৭৬.৮৩° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | কর্ণাটক |
সদর | গুলবার্গা |
সরকার | |
• ডেপুটি কমিশনার | শরত আইএএস |
আয়তন† | |
• মোট | ১০,৯৫১ বর্গকিমি (৪,২২৮ বর্গমাইল) |
উচ্চতা | ৪৫৪ মিটার (১,৪৯০ ফুট) |
জনসংখ্যা (২০১১)† | |
• মোট | ২৫,৬৬,৩২৬ |
• জনঘনত্ব | ২৩০/বর্গকিমি (৬১০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | কন্নড়, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৫৮৫১০১ |
টেলিফোন কোড | ৯১ ৮৪৭২ |
যানবাহন নিবন্ধন | KA-32 (কেএ-৩২) |
তালুক সংখ্যা | ১১ |
লোকসভা নির্বাচনকেন্দ্র | গুলবার্গা |
বৃষ্টিপাত | ৭৭৭ মিলিমিটার (৩০.৬ ইঞ্চি) |
গড় গ্রীষ্মকালীন উষ্ণতা | ৪২ °সে (১০৮ °ফা) |
গড় শীতকালীন উষ্ণতা | ২৬ °সে (৭৯ °ফা) |
ওয়েবসাইট | kalaburagi |
'†website |
জেলাটি উত্তর কর্ণাটকে ৭৬॰.০৪' পূর্ব দ্রাঘিমা থেকে ৭৭॰৪২' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এবং ১৭॰১২' উত্তর অক্ষাংশ থেকে ১৭॰৪৬' উত্তর অক্ষাংশ পর্যন্ত ১০,৯৫১ বর্গকিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত৷ জেলাটির উত্তর দিকে রয়েছে বিদার জেলা, উত্তর-পূর্ব দিকে রয়েছে তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলা, পূর্ব দিকে রয়েছে বিকারাবাদ জেলা, দক্ষিণ দিকে রয়েছে কর্ণাটকের যাদগিরি জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে বিজয়পুর জেলা এবং উত্তর-পশ্চিম দিকে রয়েছে মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ ও সোলাপুর জেলা৷
অর্থনীতি
২০০৬ খ্রিস্টাব্দে ভারত সরকারের গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় গুলবার্গা জেলাটিকে ভারতের তৎকালীন ৬৪০ টি জেলার মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আড়াইশো টি জেলার তালিকার অন্তর্ভুক্ত করেছে। [3] এরকম পিছিয়ে পড়া জেলার তকমা প্রাপ্ত কর্নাটকের পাঁচটি জেলার মধ্যে গুলবার্গা অন্যতম। জেলা টি ব্যাকওয়ার্ড রিজিওন গ্রান্ট ফান্ড বা বিআরজিএফ এর আওতাভুক্ত।[3]
ঐতিহাসিক স্থান
- সন্নতি: চিত্তাপুর তালুকে ভীমা নদীর তীরে অবস্থিত এই গ্রামটি অশোকের অনুশাসন, একাধিক বৌদ্ধ স্তূপ এবং স্বয়ং সম্রাট আশোকের (২৭৪ খেকে ২৩২ খ্রিস্টপূর্বাব্দ) বর্তমানে প্রাপ্ত একমাত্র মূর্তির জন্য বিখ্যাত৷ [4]
- মালখেড়া: সেড়ম তালুকে কাগিনা নদীর তীরে অবস্থিত এই গ্রামটি এক কালে রাষ্ট্রকূটদের রাজধানী ছিলো৷ গ্রামটি গুলবার্গা জেলাসদর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সেড়ম শহর থেকে ১৮ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত৷
- গুলবার্গা দুর্গ: গুলবার্গার এই পরিখাবেষ্টিত দুর্গটি ১৩৪৭ খ্রিস্টাব্দে নির্মিত হলেও বর্তমানে যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে৷ কিন্তু দুর্গের ভেতরে রয়েছে একাধিক চমকপ্রদ মহল এবং চতুর্দশ শতাব্দুর শেষের দিকে বা পঞ্চোদশ শতাব্দীর শুরুর দিকে মূর মুসলিমদের দ্বারা তৈরী জামা মসজিদ৷ বলা হয়ে থাকে যে এই মসজিদটি স্পেনের কর্দোবার মসজিদের অনুকরণে তৈরী৷ [5] এই মসজিদটি সারা ভারতে অনবদ্য৷ এটিতে রয়েছে একটি বৃহদাকৃতি আবরণ গম্বুজ, চার ধারে চারটি চারটি ছোট গম্বুজ এবং ৭৫টি স্তম্ভ৷ দুর্গটিতে মোট ১৫টি মিনার রয়েছে৷ এছাড়াও গুলবার্গাতে রয়েছে বাহমানি সাম্রাজ্যের একাধিক ডাঁট গম্বুজ৷
ভূগোল
গুলবার্গা দাক্ষিণাত্য মালভূমির ১৭.৩৩° উত্তর ৭৬.৮৩° পূর্ব অবস্থানে রয়েছে [6] এবং জেলাটির সাধারণত সমুদ্রপৃষ্ঠের ৩০০ থেকে ৭৫০ মিটার উচ্চ৷ গুলবার্গা জেলার দুটি মুলধারার নদী হলো ভীমা নদী এবং কৃষ্ণা নদী৷
তালুক
২০০৯ খ্রিস্টাব্দে গুলবার্গা জেলা থেকে যাদগিরি জেলা পৃথক হওয়ার পর জেলাটিতে ১১ টি তালুক রয়েছে৷[7] এগুলি হলো:
জনতত্ত্ব
২০১১ খ্রিস্টাব্দে ২০১১ ভারতের জনগণনা|ভারতের জনগণনা অনুসারে গুলবার্গা জেলার মোট জনসংখ্যা ২৫,৬৬,৩২৬ জন,[9] যা মধ্যপ্রাচ্যের কুয়েত রাষ্ট্র[10] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের জনসংখ্যার সমতুল্য৷ [11] ২০১১ খ্রিস্টাব্দে ভারতের ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার বিচারে এই জেলাটি ১৬২তম স্থান অধিকার করেছে। [9] জেলাটির জনঘনত্ব ২৩৩ জন প্রতি বর্গকিলোমিটার (৬০০ জন/বর্গমাইল)। [9] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.৯৪ শতাংশ।[9] গুলবার্গা জেলায় প্রতি হাজার পুরুষে ৯৬২ জন মহিলা বাস করেন। [9] জেলাটির সর্বমোট সাক্ষরতার হার ৬৪.৮৫ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতার হার ৭৪.৩৮ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৫৫.০৯ শতাংশ। [9]
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০২ | ৫,৮৬,৭৬০ | — |
১৯১১ | ৬,৪০,৮৫১ | +০.৯৮% |
১৯২১ | ৫,৮৯,৯৫৮ | −০.৮২% |
১৯৩১ | ৬,৫৮,১৫১ | +১.১% |
১৯৪১ | ৭,০৪,১৩৯ | +০.৬৮% |
১৯৫১ | ৮,০৬,৩৯৪ | +১.৩৭% |
১৯৬১ | ৯,৬৩,৬১৯ | +১.৮% |
১৯৭১ | ১২,০৮,০০৭ | +২.২৯% |
১৯৮১ | ১৪,৪২,২৫৮ | +১.৭৯% |
১৯৯১ | ১৭,৮৬,১৩৮ | +২.১৬% |
২০০১ | ২১,৭৪,৭৪২ | +১.৯৯% |
২০১১ | ২৫,৬৬,৩২৬ | +১.৬৭% |
উৎস:[12] |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.