Loading AI tools
ফরাসি চিত্রশিল্পী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্লোদ মোনে[1] (ফরাসি: Claude Monet, (ফরাসি : [klod mɔnɛ]) (১৪ই নভেম্বর, ১৮৪০ – ৫ই ডিসেম্বর, ১৯২৬), যিনি অস্কার-ক্লোদ মোনে বা ক্লোদ-অস্কার মোনে নামেও পরিচিত, ফ্রান্সের এক বিখ্যাত অন্তর্মুদ্রাবাদী চিত্রশিল্পী। অন্তর্মুদ্রাবাদ (ইম্প্রেশনিজম) কথাটি তাঁর আঁকা রঙচিত্র আঁপ্রেসিওঁ, সোলেই ল্যভঁ (Impression, soleil levant, "সূর্যোদয়, অন্তর্মুদ্রা") থেকে নেয়া।
ক্লোদ মোনে | |
---|---|
জন্ম | অস্কার-ক্লোদ মোনে ১৪ নভেম্বর ১৮৪০ |
মৃত্যু | ৫ ডিসেম্বর ১৯২৬ ৮৬) জিভের্নি, ফ্রান্স | (বয়স
পরিচিতির কারণ | চিত্রকর |
উল্লেখযোগ্য কর্ম | আঁপ্রেসিওঁ, সোলেই ল্যভঁ রুঅঁ মহাগির্জা ধারাবাহিক লন্ডন সংসদ ধারাবাহিক নাঁফেয়া লে ম্যল আ জিভের্নি লে প্যপলিয়ে |
আন্দোলন | অন্তর্মুদ্রাবাদ |
পৃষ্ঠপোষক | গ্যুস্তাভ কাইবত, এর্নেস্ত ওশদে, জর্জ ক্লেমঁসো |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.