কুষ্ঠরোগ বা হ্যানসেনের রোগ (এইচডি) নামেও পরিচিত, হলো মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি বা মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রোমাটোসিস ব্যাকটেরিয়া দ্বারা দীর্ঘমেয়াদী সংক্রমণ।[1][2] সংক্রমণটি স্নায়ু, শ্বাস প্রশ্বাসের নালী, ত্বক এবং চোখের ক্ষতি করতে পারে।[1]

দ্রুত তথ্য কুষ্ঠ, বিশেষত্ব ...
কুষ্ঠ
Thumb
বিশেষত্বসংক্রামক রোগ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
বন্ধ

প্ৰকারভেদ

কুষ্ঠরোগের কারণ মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি ব্যাক্টেরিয়া[3] শরীর এর সংক্রমণকে কীভাবে বাধা দেবার চেষ্টা করছে তার উপর নির্ভর করে একে কয়েকটি ভাগে ভাগ করা হয়:

  • টিউবারকুলার লেপ্রসি
  • ইন্টারমিডিয়েট লেপ্রসি
  • লেপ্রোমাটাস লেপ্রসি

মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি অপেক্ষাকৃত শীতল অঙ্গে বৃদ্ধি পায় (তাই চামড়া, নাক, ও টেস্টিসে হলেও অন্তর্বর্তী অঙ্গ যেমন ডিম্বাশয়ে সাধারণতঃ হয়না)। এই ব্যাক্টেরিয়া এখনো শরীরের বাইরে গজানো (কালচার করা) যায়নি। নটি ডোরা বিশিষ্ট আর্মাডিলো (nine banded armadillo) নামক প্রাণীর শরীরের অভ্যন্তর অপেক্ষাকৃত শীতল হওয়ায় এর পুরো শরীরে মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি গজানো যায়। নতুবা ইদুরের পায়ের পাতায় এদের গজানো যায়। মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি খুব ধীরে বৃদ্ধিপায় -ব্যাক্টেরিয়াদের মধ্যে এব্যাপারে ধীরতমদের অন্যতম: দ্বিগুণ হতে সময় লাগে এক সপ্তাহ

লক্ষণ ও উপসর্গ

সুপ্তকাল: ৬ মাস


  1. চামড়ার রং পরিবর্তন হয়ে যাবে। বিশেষ করে হাতে এবং পায়ে।
  2. চামড়াগুলো মোটা হয়ে যাবে।
  3. চামড়াগুলো শুকনো হয়ে যাবে।
  4. মুখে এবং কানে ব্যথাবিহীন ফোঁড়া দেখা দিবে।
  1. পায়ে সপূষ ঘাত দেখা যাবে।
  2. চোখ বন্ধ করতে পারবে না।
  3. রোগী তাপ, স্পর্শ এবং ব্যথা অনুভব করতে পারে না।
  4. যেহেতু, রোগী ব্যথা অনুভব করতে পারে না, ফলে হাঁটা চলার মধ্যে হাতে পায়ের আঙ্গুলে ব্যথা পায়। ফলে হাত এবং পায়ের ইনফেকশন সৃষ্টি হয়, এতে হাত এবং পায়ের আঙ্গুলগুলো পরে যায়।

কারণ

প্রতিরোধ

যে ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে সে যেন জনবহুল এলাকায় না যায় সে ব্যবস্থা করা। তার মানে এই নয় যে তার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বা আলাদা করা। এটি কোভিড -১৯ মতো এতটা ভয়াবহ নয়।

BCG Bacillus Calmette-Guerin এক ডোজ ভ্যাকসিন দিতে হবে। এটি কুষ্ঠ রোগ থেকে ৫০% বা তার অধিক প্রতিরোধ দিতে পারবে।

চিকিৎসা

Dapsone Rofampicin, Clofazimine এসব ওষুধ দিতে হবে। অনেক সময় এই ৩টি ওষুধ মিলে একটি ওষুধ দেওয়া হয়। এই ওষুধ ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত খাওয়াতে হবে।

সামাজিক দৃষ্টিকোণ

বিশ্ব কুষ্ঠ দিবস

আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীদের প্রতি করণীয় ও রোগ নিরূপণে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছরের জানুয়ারি মাসের শেষ রবিবারে বিশ্বব্যাপী ১০০টিরও অধিক দেশে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়।[4]

তথসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.