Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কলেজ স্ট্রিট হল মধ্য কলকাতার একটি ১.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা। বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউ-এর মোড় থেকে মহাত্মা গান্ধী রোড মোড় পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত।[6] কলকাতা শহরের কয়েকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্রটি এই রাস্তার ধারে অবস্থিত।[7]
বইপাড়া | |
নামকরণ | হিন্দু কলেজ (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)[1] |
---|---|
দৈর্ঘ্য | ০.৯ কিমি ( | ০.৫৬ মাইল)
প্রস্থ | ৬৫ ফুট (গড়)[2] |
ডাক কোড | ৭০০০১২, ৭০০০৭৩ |
উত্তর প্রান্ত | বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট (পূর্বনাম: বউবাজার স্ট্রিট) |
গুরুত্বপূর্ণ সংযোগস্থল | মহাত্মা গান্ধী রোড (পূর্বনাম: হ্যারিসন রোড) |
দক্ষিণ প্রান্ত | বিধান সরণি (পূর্বনাম: কর্নওয়ালিস স্ট্রিট) |
নির্মাণ | |
অনুমোদিত | ১৮২১[3] |
নির্মাণ শুরু | ১৮২১[4] |
নির্মাণ সম্পন্ন | ১৮২২[5] |
অন্যান্য | |
যে জন্য পরিচিত | বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান, প্রকাশনা শিল্প ও বই বিক্রয় কেন্দ্র |
কারিগরি সমস্যার কারণে গ্রাফ এই মূহুর্তে অস্থায়ীভাবে অনুপলব্ধ রয়েছে। |
কলেজ স্ট্রিট কলকাতার প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র। তাই এই অঞ্চলটিকে বইপাড়া বলা হয়।[6][8] আনন্দ পাবলিশার্স, দে'জ পাবলিশিং, রুপা অ্যান্ড কোং, দেব সাহিত্য কুটীর, সাহিত্যম, পত্র ভারতী প্রভৃতি প্রধান বাংলা প্রকাশনা সংস্থাগুলির প্রধান কার্যালয় এখানেই অবস্থিত। রাস্তার দুধারে বই-এর অনেক ছোটো ছোটো দোকান আছে। এখানে পুরনো ও নতুন বই পাওয়া যায়।[6] স্মিথসোনিয়ান পত্রিকার একটি নিবন্ধে কলেজ স্ট্রিট সম্পর্কে বলা হয়েছে, "...(কলেজ স্ট্রিট) আধ-কিলোমিটার লম্বা বইয়ের দোকানে ভরা রাস্তা। এর দুপাশের ফুটপাথে প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইপত্র পাওয়া যায়। এমনকি ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ইংল্যান্ডে আউট-অফ-প্রিন্ট হয়ে যাওয়া অনেক বইই এখানে পাওয়া যায়।"[9]যে বই কলেজ স্ট্রীট এ পাওয়া যাই না সেই বই এর কোনো অস্তিত্ব নাই বলা হয়.
২০০৭ সালে টাইম ম্যাগাজিন-এর "বেস্ট অফ এশিয়া" তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় কলেজ স্ট্রিট।[10]
এই রাস্তার ধারে অবস্থিত উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.