Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ বা ওপেন অ্যাক্সেস সপ্তাহ হলো উন্মুক্ত প্রবেশাধিকার, এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার লক্ষ্যে একটি বার্ষিক পাণ্ডিত্যপূর্ণ যোগাযোগের ঘটনা বা ইভেন্ট। বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে অক্টোবরের শেষ সপ্তাহব্যাপী অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই এ-সপ্তাহ পালিত হয়। বিশেষ ধরনের কার্যকলাপের মধ্যে আলোচনা, সেমিনার, সিম্পোজিয়ামের বা ওপেন-এক্সেস ম্যান্ডেট বা উন্মুক্ত প্রবেশাধিকারের অন্যান্য মাইলফলক পরিকল্পনা অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, রয়েল সোসাইটি ২০১১ সালে উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহে ১৬৬৫ থেকে ১৯৪১ পর্যন্ত তাদের সমস্ত আর্কাইভের ডিজিটাইজড ব্যাকফাইল প্রকাশের সিদ্ধান্ত ঘোষণা করে।[1]
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহের শিকড় রয়েছে ১৫ই ফেব্রুয়ারি, ২০০৭ সালে স্টুডেন্টস ফর ফ্রি কালচার এবং অ্যালায়ান্স ফর ট্যাক্সপেয়ার অ্যাক্সেস আয়োজিত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতীয় ওপেন অ্যাক্সেস কার্যক্রম দিবস-এর উদ্যাপনে।[3]
২০০৮ সালের ১৪ই অক্টোবরকে ওপেন অ্যাক্সেস দিবস হিসেবে নামকরণ করা হয় এবং ধীরে ধীরে এই অনুষ্ঠানটি বৈশ্বিক হয়ে ওঠে।[4] ২০০৯ সালে, অনুষ্ঠানটি সপ্তাহব্যপী বর্ধিত হয়, যা ১৯-২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়।[5] ২০১০ সালে, এটি ১৮-২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়।[6] ২০১১ সাল থেকে এটি প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয়ে আসছে।[7]
শুরুর দিকে সংগঠনসমূহ তাদের নিজস্ব প্রতিপাদ্য নির্ধারন করতে ওপেন অ্যাক্সেস সপ্তাহে উদ্যাপন করতো। ২০১২ সাল থেকে, বিশ্ব ব্যাংকে উদযাপিত এক সঙ্গতিপূর্ণ কিক-অফ ইভেন্ট বা অনুষ্ঠানে একটি 'অফিসিয়াল' প্রতিপাদ্য প্রতিষ্ঠিত হয় যা বিশেষ নজর কাড়ে।
উন্মুক্ত প্রবেশাধিকার ডিরেক্টরি "ঘটনাবলী" অংশে উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ সম্পর্কিত বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠান আয়োজিত বিস্তারিত অনুষ্ঠানসূচী লিপিবদ্ধ করেছে।[16] এছাড়াও উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহের ওয়েবসাইটেও অনুষ্ঠানগুলি সম্পর্কে জানা যেতে পারে। এখানে উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৩-এর প্রায় ১৪০টি অনুষ্ঠান লিপিবদ্ধ রয়েছে।[17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.