Loading AI tools
মরক্কোর মুসলিম সালতানাত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুওয়াহহিদিন সালতানাত বা মুয়াহহিদিন খিলাফত (আমাজিগ: ⵉⵎⵡⴻⵃⵃⴷⴻⵏ, আরবি: دولة الموحدين)[7] ছিল দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি মরক্কোন মুসলিম ও বার্বার রাজবংশ, যা ১১২১ খ্রিস্টাব্দে আটলস পর্বতের তিনমুলে প্রতিষ্ঠিত হয়। এটি ১১২১ সাল থেকে ১২৬৯ সালের মধ্যে মাগরেব দেশগুলি (মরক্কো, আলজেরিয়া , তিউনিসিয়া, লিবিয়া ) ও আন্দালুস শাসন করেছিল এবং এটি মুহাম্মদ ইবনে তুমার্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়। [8] তারপর ছাত্র আব্দুল মুমিন বিন আলী কোমি (১১৩০ - ১১৬৩) পুরো উত্তর আফ্রিকা ও আন্দালুস একত্র করে তাকে এক বিশ্বাস ও সরকারের অধীনে একটি ধর্মীয় আন্দোলনের রূপ দেন। এটি ১২৬৯ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।[9]
মুওয়াহহিদিন রাজবংশ الموَحدون (Al-Muwaḥḥidūn) (আরবি) ⵉⵎⵡⴻⵃⵃⴷⴻⵏ (Imweḥḥden) | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১১২১–১২৬৯ | |||||||||||||||||||||||||||
পতাকা | |||||||||||||||||||||||||||
অবস্থা | মরক্কোর শাসক রাজবংশ ও আন্দালুস খিলাফত | ||||||||||||||||||||||||||
রাজধানী | তিনমিল (১১২১–১১৪৭) মারাকেশ (১১৪৭–১২৬৯)[5] | ||||||||||||||||||||||||||
ধর্ম | সুন্নি ইসলাম | ||||||||||||||||||||||||||
জাতীয়তাসূচক বিশেষণ | মুওয়াহহিদ | ||||||||||||||||||||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||||||||||||||||||||
খলিফা | |||||||||||||||||||||||||||
• ১১২১-১১৩০ | আব্দুল মুমিন বিন আলী আল কৌমি | ||||||||||||||||||||||||||
• ১২৬৬–১২৬৯ | আবুল উলা আল ওয়াসিক ইদ্রিস | ||||||||||||||||||||||||||
ইতিহাস | |||||||||||||||||||||||||||
• প্রতিষ্ঠা | ১১২১ | ||||||||||||||||||||||||||
১১৪৭ | |||||||||||||||||||||||||||
• মারিনি অধিরাজ্য | ১২৪৮ | ||||||||||||||||||||||||||
• বিলুপ্ত | ১২৬৯ | ||||||||||||||||||||||||||
আয়তন | |||||||||||||||||||||||||||
১৬,২১,৩৯৩.৫ বর্গকিলোমিটার (৬,২৬,০২৩.৫ বর্গমাইল) | |||||||||||||||||||||||||||
মুদ্রা | দিনার[6] | ||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
বর্তমানে যার অংশ | আলজেরিয়া জিব্রাল্টার লিবিয়া মরক্কো পর্তুগাল স্পেন তিউনিসিয়া পশ্চিম সাহারা |
মুওয়াহহিদ আন্দোলনটি ইবনে তুমার্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি মারাকেশ শহরের নিকটবর্তী তিনমেল অঞ্চলের মরক্কোর মাসমুদা উপজাতির সদস্য ছিলেন। আন্দোলনটিকে "একেশ্বরবাদী" বলা হয়েছিল; কারণ এই চিন্তার অনুসারীরা আল্লাহর পরম একেশ্বরবাদের প্রতি আহ্বান জানিয়েছিল। ইবনে তুমার্ত (১০৮০ খ্রি.- ১১৩০ খ্রিস্টাব্দ ) এবং তার পরে আব্দুল মুমিন ইবনে আলী আল কৌমি, যার বংশ থেকেই মুওয়াহহিদ রাজ পুত্ররা এসেছেন–একটি কঠোর ধর্মীয় আন্দোলনের অনুসারীদের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি আকিদা শুদ্ধ করার আহ্বান জানান।[10]
১১১৮ খ্রিস্টাব্দে ইবনে তুমার্ত মুরাবিতুনদের সাথে যুদ্ধ করার আহ্বান জারি করেন এবং উচ্চ এটলাস পর্বতে অবস্থিত তিনমেল দুর্গ তার সদর দফতর হিসেবে গ্রহণ করেন। এরপর তার উত্তরসূরি আব্দুল মুমিন কৌমি ( তাকে আল কৌমি/ কৌমি বলা হয়, কারণ তিনি কুমা উপজাতি থেকে এসেছেন ) পশ্চিম ও মধ্য মাগরেবের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন এবং ১১৪৬ সালে মারাকেশে প্রবেশ করেন। এরপর তিনি মুরাবিতুনদের নির্মূল করে সমগ্র উত্তর আফ্রিকা (১১৬০ খ্রিস্টাব্দে তিউনিসিয়া ও লিবিয়া ) ও আন্দালুসে কর্তৃত্ব কায়েম করেন।[10]
আব্দুল মুমিন বিন আলী আল-কৌমি আফ্রিকায় তার রাষ্ট্র প্রতিষ্ঠায় সফল হওয়ার পর, তিনি আন্দালুসিয়ায় যান এবং এটিকে শক্তিশালী করতে ও কাস্টিলীয়দের আক্রমণ প্রতিহত করার জন্য কাজ করেন। কিন্তু তিনি ১১৬৩ খ্রিস্টাব্দে মারা যান এবং তার পুত্র ইউসুফ তার স্থলাভিষিক্ত হন। তিনিও পিতার নীতি অব্যাহত রেখে আন্দালুসে তার প্রভাব সুসংহত করেন; সেখানে সৈন্য প্রেরণ করেন এবং মুসলিম আমিরাতকে শক্তিশালী করেন।
তিনি সেভিলে খলিফা ইউসুফ বিন আব্দুল মুমিন নামে বিভিন্ন প্রকল্প স্থাপন করেন। যেমন: গুয়াডালকুইভির নদীর উপর সেতু নির্মাণ ও সেভিলের গ্রেট মসজিদ। তারপর তার পুত্র আল মনসুর তার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করেন। ১১৮৮ সালে এর বড় মিনারটির কাজ শেষ হয়। সেই মিনারটি এখনও দাঁড়িয়ে আছে এবং তা আল-খাইরাল্দা নামে পরিচিত, এর উচ্চতা ৯৬ মিটার। আন্দালুসিয়ায় তার একটি অভিযানের সময় ( ৫৭৯ হি /১১৮৩ খ্রি.) সিনট্রিনের দেয়ালে তীরের আঘাতে তিনি আহত হন এবং আহত হয়ে মারাকেশে ফিরে আসেন। সেখানেই তিনি কিছুদিন পর মারা যান।[10]
আবু ইয়াকুব ইউসুফ ইবনে আবদ আল-মুমিন ইবনে আলী আল-কুমি ( 1163 - 1184 খ্রিস্টাব্দ ), তারপর আবু ইউসুফ ইয়াকুব আল-মনসুর ( 1184 খ্রিস্টাব্দ - 1199 খ্রিস্টাব্দ ) এর শাসনামলে রাষ্ট্রটি শীর্ষে পৌঁছেছিল। যিনি আল-মনসুর ডাকনাম ছিলেন এবং আলমোহাদ রাজ্য এবং আন্দালুসিয়াকে বৈজ্ঞানিক ও সাংস্কৃতিকভাবে এগিয়ে নিতে কাজ করেছিলেন। তিনি একজন দক্ষ নেতা এবং একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন যিনি ক্যাস্টিল রাজ্যের সাথে শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তাদের শান্তি লঙ্ঘন তাকে আর্কের যুদ্ধে তাদের সাথে যুদ্ধ করতে বাধ্য করে, অনেক নতুন শহর নির্মাণ এবং সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক জীবনকে উত্সাহিত করার সময় ( ইবনে রুশদ, ইবনে তুফায়েল )।
তারপর 1195 খ্রিস্টাব্দে আল-আর্কের যুদ্ধ সংঘটিত হয়, যেখানে আলমোহাদরা খ্রিস্টান রাজাদের পরাজিত করে। আল-নাসেরের শাসনামলে ( 1199 খ্রিস্টাব্দ - 1213 খ্রিস্টাব্দ ) আফ্রিকায় অনেক বিপ্লব বিলুপ্ত হয়। সিন্দুকের যুদ্ধের পরে, ক্যাস্টিলের রাজা , আলফোনসো অষ্টম এবং মুসলমানদের মধ্যে একটি যুদ্ধবিরতি সমাপ্ত হয়। কিন্তু আলফোনসো তার দেশকে শক্তিশালী করতে এবং খ্রিস্টান রাজকুমারদের সাথে মিত্র করার জন্য যুদ্ধবিরতির সুযোগ নিয়েছিলেন। যখন তিনি নিজেকে প্রস্তুত পেয়েছিলেন, তখন তিনি জায়েন , বিয়াসা এবং মুরসিয়ার কিছু অংশে অভিযান চালান। রাজা মুহাম্মদ আল-নাসের, যিনি আফ্রিকায় তার পিতা আল-মনসুরের স্থলাভিষিক্ত হন, আন্দালুসিয়ায় যেতে বাধ্য হন ক্যাস্টিল আক্রমণ করতে। তাই তিনি তার সৈন্যবাহিনী নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে সেভিলে চলে গেলেন সেনাবাহিনীকে সংগঠিত করতে। সেখান থেকে, তিনি শাল্টবারা দুর্গের দিকে রওনা হন, কাস্টিল রাজ্যের অন্যতম দুর্গ এবং 8 মাস ধরে চলা অবরোধের পর এটি দখল করেন। কিন্তু আলফোনসো রোমে পোপ ইনোসেন্ট তৃতীয়কে আন্দালুসিয়ার বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করার আহ্বান জানান।[11]
এর ফলস্বরূপ, 124,553 জন যোদ্ধা স্প্যানিশদের জন্য জড়ো হয় এবং ফোর্ট রাবাহ, আল-আর্ক এবং অন্যান্য দখল করতে রওনা হয়। মুসলমানরা অনুরূপ একটি সৈন্য সংগ্রহ করে এবং দুটি সেনাবাহিনী ফোর্ট আল-উকাবে মিলিত হয়, কিন্তু 1212 খ্রিস্টাব্দে ফোর্ট আল-উকাবের যুদ্ধে খ্রিস্টানদের হাতে আলমোহাদরা একটি গুরুতর পরাজয় লাভ করে এবং মুসলমানরা ফিরে পায়নি। এই যুদ্ধের পর আন্দালুসিয়ার নিয়ন্ত্রণ। 1213 খ্রিস্টাব্দের পর, 1228 খ্রিস্টাব্দের পর খ্রিস্টানদের হাতে আন্দালুসিয়ার পতনের সাথে সাথে রাজ্যটি দ্রুত পতন শুরু করে এবং আফ্রিকায় ( তিউনিসিয়া ) হাফসিডদের হাতে এবং মধ্য মাগরেব ( আলজেরিয়া ) এর হাতে চলে যায়। বনু আবদ আল-ওয়াদের হাত - জায়ানিদের - ( 1229 খ্রিস্টাব্দ - 1236 খ্রিস্টাব্দ )। 1224 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দের মধ্যে তিনি দুটি শাখা শাসন করেন, একটি সুদূর মাগরেব ( মরক্কো ) এবং দ্বিতীয়টি আন্দালুসিয়ায় । 1244 খ্রিস্টাব্দ থেকে, তারা মেরিনিড অভিযানের শিকার হয়েছিল, তারপরে তারা আল-আকসা মরক্কোর নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং 1269 খ্রিস্টাব্দে মেরিনিডরা তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার পরে তাদের শাসনের অবসান ঘটে।[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.