Loading AI tools
দক্ষিণ আমেরিকার সবোর্চ্চ পর্বত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আকোংকাগুয়া (স্পেনীয়: Aconcagua, আ-ধ্ব-ব: [akoŋˈkaɣwa]) দক্ষিণ আমেরিকা এবং দুই আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।[3] এর উচ্চতা ৬,৯৬০.৮ মিটার বা ২২,৭৮৩৭ ফুট।[1] এশিয়া মহাদেশের বাইরে এটিই পৃথিবীর সর্বোচ্চ পর্বত। আকোংকাগুয়া পশ্চিম গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয়েরই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি পৃথিবীর ৭টি মহাদেশের শীর্ষ চূড়াগুলির (সপ্তচূড়া) একটি।
আকোংকাগুয়া | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৬,৯৬০.৮ মিটার (২২,৮৩৭ ফুট) [1] |
সুপ্রত্যক্ষতা | ৬,৯৬০.৮ মিটার (২২,৮৩৭ ফুট) [1] Ranked 2nd |
প্রধান শিখর | তিরিচমির |
বিচ্ছিন্নতা | ১৬,৫৩৩.৪ কিমি (১০,২৭৩.৪ মা) |
তালিকাভুক্তি | সপ্তশৃঙ্গ Country high point Ultra |
নামকরণ | |
উচ্চারণ | স্পেনীয়: [akoŋˈkaɣwa] /ˌækəŋˈkɑːɡwə/ or /ˌɑːkəŋˈkɑːɡwə/ |
ভূগোল | |
অবস্থান | মেন্দোসা প্রদেশ, আর্জেন্টিনা |
অঞ্চল | AR-M |
মূল পরিসীমা | আন্দেস |
আরোহণ | |
প্রথম আরোহণ | 1897 by Matthias Zurbriggen (first recorded ascent)[2] |
সহজ পথ | Scramble (North) |
আন্দেস (আন্দিজ) পর্বতমালার মাঝে পশ্চিম আর্জেন্টিনার মেন্দোসা প্রদেশের রাজধানী মেন্দোসা থেকে ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে এটি অবস্থিত। সান হুয়ান প্রদেশ থেকে এর চূড়ার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার এবং আর্জেন্টিনা-চিলির আন্তর্জাতিক সীমান্ত থেকে দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
আকোংকাগুয়া পর্বত এবং এর সংলগ্ন এলাকা আকোংকাগুয়া জাতীয় উদ্যানের অর্ন্তভুক্ত। এই পর্বতে একাধিক হিমবাহ বিদ্যমান। সবচেয়ে বড় হিমবাহ ভেনতিসকের হরকনেস ইনফেরিয়র প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যা পর্বতটির দক্ষিণপাশ থেকে শুরু হয়ে ৩,৬০০ মিটার উচ্চতায় কনফ্লুয়েন্সিয়া ক্যাম্প পর্যন্ত বিস্তৃত।[4] অপর দুইটি বড় হিমবাহ হলো বেনতিসকেরো দে লা বাকাস সুর এবং গ্লাসিয়ার এসতে/ভেনতিসকেরা রেলিঞ্চোস; যাদের প্রতিটি প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ। তবে সবচেয়ে পরিচিত হিমবাহটি হলো উত্তর-পূর্বের পোলিশ গ্লেশিয়ার, কারণ এটি পর্বতটির চূড়ায় আরোহণের প্রচলিত পথ।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.