কাজী নজরুল ইসলাম রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত।
মধুমালা কাজীনজরুলইসলাম রচিত একটি গীতিনাট্য। এই গীতিনাট্যটি ১৯৬০ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। মূলত রূপকথার আদলে এই নাটকটি রচিত হয়েছে। অয়স্কান্ত :
বনের বেদে কাজীনজরুলইসলাম এর লেখা একটি জনপ্রিয় বই। (গান) ছন্ন-ছাড়া বেদের দল আয়রে আয় কাল-বোশেখির ঝড়-তুফান আনরে তোর দৃপ্ত পায়॥ বর্শা কই তির ধনুক কাঁপিয়ে
বিদ্যাপতি কাজীনজরুলইসলাম-এর একটি পালা নাটিকা। (স্তব) জয় জগজ্জননী, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর-বন্দিতা, জয় মা ত্রিলোকতারিণী। জয় আদ্যাশক্তি পরমেশ্বরী নন্দনলোক-নন্দিতা
ঝিলিমিলি প্রখ্যাত সাহিত্যিক কাজীনজরুলইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ। এই নাট্যগ্রন্থটি ১৯৩০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী