শিলিগুড়ি করিডোর
ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলোর সঙ্গে দেশটির বাকি অংশের একটি সংযোগকারী ভূখণ্ডশিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগরক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন্স নেক নামেও অভিহিত করা হয়। এই ভূখণ্ডের প্রস্থ ২০ থেকে ৬০ কিলোমিটার । এর দুপাশে নেপাল ও বাংলাদেশ রাষ্ট্র। ভুটান করিডোরের উত্তর দিকে অবস্থিত।
পড়ুন
Top Questions
AI generatedআরো প্রশ্ন