তালিয়েন
উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের উপ-প্রাদেশিক স্তরের নগরীতালিয়েন পূর্ব এশিয়ার রাষ্ট্র চীনের লিয়াওনিং প্রদেশের উপপ্রাদেশিক মর্যাদাবাহী একটি বন্দর নগরী। প্রায় ৬৭ লক্ষ অধিবাসীবিশিষ্ট এই নগরীটি লিয়াওনিং প্রদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং উত্তর-পূর্ব চীনের চতুর্থ সর্বোচ্চ জনবহুল নগরী। নগরীটি লিয়াওতুং উপদ্বীপের দক্ষিণ প্রান্তবিন্দুতে অবস্থিত বলে একটি একাধারে লিয়াওনিং প্রদেশ ও সমগ্র উত্তর-পূর্ব চীনের দক্ষিণতম নগরী। তালিয়েন নগরীর সাথে উত্তরে জেলা-স্তরের দুই নগরী ইংখৌ ও আনশান এবং উত্তর-পূর্বে তানতুং নগরীর স্থলসীমান্ত আছে। এছাড়া এটির সাথে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে লিয়াওতুং উপসাগরের অপর তীরে অবস্থিত ছিনহুয়াংতাও ও হুলুতাও নগরীদ্বয়ের সাথে; দক্ষিণ দিকে পোহাই সামুদ্রিক প্রণালীর অপর তীরে শানতুং উপদ্বীপে অবস্থিত ইয়ানথাই ও ওয়েইহাই নগরীদ্বয়ের সাথে; এবং সর্বোপরি পূর্ব দিকে কোরীয় উপসাগরের অপর তীরে অবস্থিত উত্তর কোরিয়ার সাথে সামুদ্রিক সীমান্ত রয়েছে।