ছাংশা
দক্ষিণ-মধ্য চীনের হুনান প্রদেশের রাজধানী ও বৃহত্তম নগরীছাংশা হচ্ছে হুনান প্রদেশের রাজধানী এবং সবথেকে জনবহুল নগরী যা গণপ্রজাতন্ত্রী চীনের দক্ষিণ দিককার মধ্যাঞ্চলে অবস্থিত। এটি ১১,৮১৯ কিমি২ (৪,৫৬৩ মা২) এলাকা জুড়ে বিস্তৃত এবং উত্তরদিকে য়ুয়েনিয়াং ও ইইয়াং, পশ্চিমে লোউদি, দক্ষিণে শিয়াংথান ও যুজৌ, পূর্বে চিয়াংশির য়িচুন ও পিংশিয়াং অবস্থিত। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী, ছাংশায় ৭০,৪৪,১১৮ বাসিন্দা বসবাস করে, যা প্রদেশটির জনসংখ্যার ১০.৭২%। শহরটি ছাং-চু-থান (Chang-Zhu-Tan) মহাপৌরপুঞ্জের অংশ বিশেষ।
পড়ুন
Top Questions
AI generatedআরো প্রশ্ন