২০১৭ জিম্বাবুয়ে ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০১৭ জিম্বাবুয়ে ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল একমাত্র টেস্ট ক্রিকেট এবং পাঁচটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে। ২০১৭ সালের জুন-জুলাই মাসে এই সফর অনুষ্ঠিত হয়।[১][২][৩] মূলত দুটি টেস্ট ম্যাচ ও ৩টি ওডিআই ম্যাচের সূচী নির্ধারিত ছিল।[৪][৫][৬] ২০০২ এর পরে এটা ছিল জিম্বাবুয়ের প্রথম শ্রীলঙ্কা সফর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় দিনের সূচীতে।[৭]

দ্রুত তথ্য ২০১৭ জিম্বাবুয়ে ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর, তারিখ ...
২০১৭ জিম্বাবুয়ে ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা জিম্বাবুয়ে
তারিখ ২৭ জুন – ১০ জুলাই ২০১৭
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (ওডিআই)
দিনেশ চান্ডিমাল (টেস্ট)
গ্রেইম ক্রিমার
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান আসেলা গুণারত্নে (১২৫) ক্রেগ আরভিন (১৬৫)
সর্বাধিক উইকেট রঙ্গনা হেরাথ (১১) গ্রেইম ক্রিমার (৯)
সিরিজ সেরা খেলোয়াড় রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ৩–২ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান দানুষ্কা গুণতিলকা (৩২৩) হ্যামিল্টন মাসাকাদজা (২৫৮)
সর্বাধিক উইকেট ওয়ানিদু হাসারাঙ্গা (৮) টেন্ডাই চাতারা (৬)
সিরিজ সেরা খেলোয়াড় হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে)
বন্ধ

দলীয় সদস্য

আরও তথ্য টেস্ট, ওডিআই ...
টেস্ট ওডিআই
 শ্রীলঙ্কা[৮]  জিম্বাবুয়ে[৯][১০]  শ্রীলঙ্কা[১১][১২]  জিম্বাবুয়ে[৯][১৩]
বন্ধ

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৩০ জুন ২০১৭
শ্রীলঙ্কা 
৩১৬/৫ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
৩২২/৪ (৪৭.৪ ওভার
সলোমন মিরে ১১২ (৯৬)
আসেলা গুণারত্নে ২/৪৫ (৭ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কুশল মেন্ডিস ওয়ানডেতে ১০০০ রান করতে শ্রীলঙ্কার দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হয়েছেন।
  • সলোমন মিরে (জিম্বাবুয়ে) ওডিআইতে তার প্রথম শতক করা।
  • শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার কোন ফর্ম্যাটে জিম্বাবুয়ের প্রথম জয় এটি।
  • শ্রীলঙ্কায় এটিই সর্বাধিক সফল চ্যালেঞ্জ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার ৩০০ রানের বড় জয়।

২য় ওডিআই

২ জুলাই ২০১৭
জিম্বাবুয়ে 
১৫৫ (৩৩.৪ ওভার)
 শ্রীলঙ্কা
১৫৮/৩ (৩০.১ ওভার)

৩য় ওডিআই

৬ জুলাই ২০১৭
জিম্বাবুয়ে 
৩১০/৮ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
৩১২/২ (৪৭.২ ওভার)

৪র্থ ওডিআই

৮ জুলাই ২০১৭
শ্রীলঙ্কা 
৩০০/৬ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২১৯/৬ (২৯.২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জিম্বাবুয়ের ইনিংসে বৃষ্টিপাত ৩১ ওভারে সংশোধিত মোট ২১৯ রান করে।
  • অসিত ফার্নান্দো (শ্রীলঙ্কা) তার ওডিআই অভিষেক হয়।
  • নিরোশন ডিকওয়েলাদানুষ্কা গুণতিলকা (শ্রীলঙ্কা) ওয়ানডেতে ব্যাক-টু-ব্যাক ডাবল সেঞ্চুরির অংশীদারিত্ব গড়ে তুলতে প্রথম দল হয়ে ওঠে।

৫ম ওডিআই

১০ জুলাই ২০১৭
শ্রীলঙ্কা 
২০৩/৮ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২০৭/৭ (৩৮.১ ওভার)
আমিলা আপন্সো ৭৩ (৮৬)
হ্যামিল্টন মাসাকাদজা ৪/৪৭ (১০ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।

টেস্ট সিরিজ

একমাত্র টেস্ট

১৪–১৮ জুলাই ২০১৭
৩৫৬ (৩৪.৪ ওভার)
ক্রেগ আরভিন ১৬০ (২৫৬)
রঙ্গনা হেরাথ ৫/১১৬ (৩২ ওভার)
৩৭৭ (১০৭.১ ওভার)
সিকান্দার রাজা ১২৭ (২০৫)
রঙ্গনা হেরাথ ৬/১৩৩ (৩৯.১ ওভার)
৩৯১/৬ (১১৪.৫ ওভার)
নিরোশন ডিকওয়েলা ৮১ (১১৮)
গ্রেইম ক্রিমার ৪/১৫০ (৪৮ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • তারিসাই মুসাকান্দা (জিম্বাবুয়ে) তার টেস্ট অভিষেক হয়।
  • দিনেশ চান্ডিমাল শ্রীলঙ্কার অধিনায়কত্ব টেস্ট প্রথমবার
  • জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৩৪৪ রানের ইনিংসটি ছিল একটি টেস্টের একদিনে।
  • রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) টেস্টে ৩০টি পাঁচ-উইকেট তুলে নেওয়ার জন্য পঞ্চম ব্যাটসম্যান হয়ে উঠেছিল।
  • গ্রেইম ক্রিমার (জিম্বাবুয়ে) জিম্বাবুয়ের প্রথম অধিনায়ক হয়ে টেস্টে এক উইকেট নেওয়ার পর প্রথম পাঁচ উইকেট শিকার করেন।
  • সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) তার প্রথম টেস্ট শতক করেছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.