Remove ads
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বিশ্ব আবহাওয়া সংস্থা (ইংরেজি: World Meteorological Organization) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটির ১৯৩ সদস্য[১] রাষ্ট্র ও টেরিটোরি রয়েছে। ১৮৭৩ সালে, আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে এর উত্পত্তি হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা ১৯৫০ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত হয়।
বিশ্ব আবহাওয়া সংস্থা | |
---|---|
সংস্থার ধরন | জাতিসংঘের বিশেষায়িত সংস্থা |
সংক্ষিপ্ত নাম | WMO OMN |
প্রধান | পেটারি তালাস ফিনল্যান্ড (মহাসচিব) গেরহার্ড অ্যাড্রিয়ান জার্মানি (রাষ্ট্রপতি) |
মর্যাদা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৫০ |
প্রধান কার্যালয় | সুইজারল্যান্ড,জেনেভা |
ওয়েবসাইট | http://www.wmo.int/ |
মাতৃ সংস্থা | UN |
WMO এর আগে ছিল ইন্টারন্যাশনাল মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (IMO)। WMO তৈরি করা হয়েছিল বিশ্ব আবহাওয়া কনভেনশন দ্বারা, যা IMO-এর ১২ তম পরিচালক সম্মেলনে গৃহীত হয়েছিল।
WMO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।[২]
বিশ্বব্যাপী আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা, অন্যান্য ক্ষেত্রে আবহাওয়াবিদ্যার প্রয়োগ এবং স্বল্পোন্নত দেশগুলোত জাতীয় আবহাওয়া সংক্রান্ত পরিষেবাগুলির উন্নয়নের জন্য গঠিত হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.