পশ্চিমঘাট পর্বতমালা
পশ্চিমঘাট সর্বোচ্চ শৃঙ্গ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমঘাট সর্বোচ্চ শৃঙ্গ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমঘাট পর্বতমালা (কন্নড়/টুলু: ಸಹ್ಯಾದ್ರಿ, মারাঠি/কোঙ্কণী: सह्याद्री, মালয়ালম: പശ്ചിമഘട്ടം (സഹ്യപര്വ്വതം), তামিল: மேற்குத் தொடர்ச்சி மலை) বা সহ্যাদ্রি পর্বতমালা ভারতের পশ্চিমভাগে প্রসারিত একটি পর্বতশ্রেণী। এই পর্বতমালা দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমসীমা বরাবর উত্তর থেকে দক্ষিণে প্রসারিত হয়ে আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিম উপকূলভাগকে উক্ত মালভূমি থেকে পৃথক করেছে। গুজরাত-মহারাষ্ট্র সীমানায় তাপ্তি নদীর দক্ষিণে এই পর্বতের উৎপত্তি। এরপর মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের মধ্য দিয়ে ১৬০০ কিলোমিটার বিস্তৃত এই পর্বতমালা কন্যাকুমারী শহরের কাছে ভারতের দক্ষিণ বিন্দুতে এসে মিলিত হয়েছে। পশ্চিমঘাটের ৬০ % কর্ণাটক রাজ্যের অন্তর্গত।[1]
পশ্চিমঘাট পর্বতমালা | |
---|---|
'সহ্যাদ্রি' | |
সর্বোচ্চ বিন্দু | |
শিখর | আনামুদি, কেরল, ইরাকুলুলাম জাতীয় উদ্যান |
উচ্চতা | ২,৬৯৫ মিটার (৮,৮৪২ ফুট) |
তালিকাভুক্তি | |
স্থানাঙ্ক | ১০°১০′ উত্তর ৭৭°০৪′ পূর্ব |
মাপ | |
দৈর্ঘ্য | ১,৬০০ কিলোমিটার (৯৯০ মাইল) N–S |
প্রস্থ | ১০০ কিলোমিটার (৬২ মাইল) E–W |
আয়তন | ১,৬০,০০০ বর্গকিলোমিটার (৬২,০০০ বর্গমাইল) |
ভূগোল | |
দেশ | ভারত |
রাজ্য | গুজরাত, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু |
অঞ্চল | পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত |
জনবসতি | মুম্বাই, সুরাট, পুনে, ইরোড, কোয়েম্বাটুর, কোলহাপুর, কোচি, তিরুবনন্তপুরম, মাঙ্গালোর, বেলগাউম, তিরুনেলবেলি, হুবলি এবং শিমোগা |
বায়োম | Tropical and subtropical moist broadleaf forests |
ভূতত্ত্ব | |
শিলার বয়স | Cenozoic |
শিলার ধরন | ব্যাসল্ট, ল্যাটেরাইট এবং চুনাপাথর |
মানদণ্ড | Natural: ix, x |
সূত্র | ১৩৪২ |
তালিকাভুক্তকরণ | ২০১২ (৩৬তম সভা) |
আয়তন | 795,315 ha |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.