টিমোথি জোয়েল টিম কেহিল (ইংরেজি: Timothy Cahill) (জন্ম ৬ই ডিসেম্বর, ১৯৭৯) সিডনিতে জন্মগ্রহণকারী একজন অস্ট্রেলীয় আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। [1] বর্তমানে তিনি ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাব এভার্টনের হয়ে খেলছেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে একজন অস্ট্রেলীয় হয়ে প্রথম গোল করার সুবাদে তিনি বিশ্বব্যপী পরিচিতি পান। একই সাথে তিনি এশিয়ান কাপে প্রথম অস্ট্রেলীয় গোলের মালিক। তার ছোট ভাই ক্রিস কেহিল সামোয়ান জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | টিমোথি জোয়েল কেহিল | ||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭৮ মিটার | ||||||||||||||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||||||||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||||||||
১৯৯৬ | সিডনি ইউনাইটেড | ||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ (গোল) | |||||||||||||||||||||
১৯৯৭–২০০৪ ২০০৪–২০১২ ২০১২–২০১৫ |
মিলওয়াল এভার্টন নিউ ইয়র্ক রেড বুলস |
২১৭ (৫২) ২২৬ (৫৬) ৬২ (১৪) | |||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||
২০০৪–২০১৮ | আষ্ট্রেলিয়া | ১০৮ (৫০) | |||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
শৈশব
টিম কেহিলের মা সামোয়ান এবং বাবা আইরিশ। ছোটবেলা থেকেই তিনি পরিবারের কাছ থেকে ফুটবল খেলোয়াড় হবার প্রেরণা পেয়েছিলেন। ছোটবেলায় তিনি বালমেইন পুলিস বয়েজ ক্লাব, ম্যারিকভিল রেড ডেভিলস সকার ক্লাব এর হয়ে খেলতেন।
মিলওয়াল
১৯৯৭ সালে কেহিল তার বাবা মার কাছে ফুটবল খেলোয়াড় হিসাবে পেশাদার জীবন শুরু করার জন্য ইংল্যান্ড যাবার অনুমতি চাইলেন। ১৯৯৭ সালে ইংল্যান্ড ভিত্তিক পেশাদার ফুটবল দল মিলওয়াল ফুটবল ক্লাব কেহিলকে সিডনি ইউনাইটেড থেকে বিনামূল্যে নিজেদের করে নেয়। মিলওয়ালের হয়ে মে ২২, ১৯৯৮ সালে কেহিলের অভিষেক ঘটে। ২০০৩- ২০০৪ মৌসুমে কেহিলের একক কৃতিত্বে মিলওয়াল তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপ ফাইনাল এবং উয়েফা কাপ খেলার সুযোগ লাভ করে। সেমিফাইনালে তার অবদান তাকে এনে দেয় এফএ কাপ 'প্লেয়ার অফ দ্য রাউন্ড' নির্বাচনের ১০০,০০০ ভোট।[2] মিলওয়ালের পক্ষে ২৪১ টি খেলায় কেহিলের গোল সংখ্যা ৫৮ টি। ২০০৪ -২০০৫ মৌসুমে প্রিমিয়ার লিগের দল এভার্টন ১.৫ মিলিয়ন পাঊন্ডের বিনিময়ে কেহিলকে দলে ভিড়ায়।[3] এভার্টনের সাথে সাথে ক্রিস্টাল প্যালেসও তাকে আশা করে ছিল। কিন্তু ক্লাবটির সভাপতি সিমোন জর্ডান কাহিলকে বদলির জন্য অর্থ খরচ করতে অপারগতা জানান।
এভারটন
প্রিমিয়ার লিগের প্রথম বছরেই কেহিল এভার্টনের পক্ষে সর্বোচ্চ গোল করেন। ২০০৪-০৫ মৌসুম তিনি সবচেয়ে দর্শক প্রিয় খেলোয়াড় মনোনীত হন। পরবর্তী মৌসুমে এভার্টন কেহিলের বেতন বৃদ্ধির সাথে সাথে তাদের চুক্তি ৫ বছরের জন্য বর্ধিত করে।[4] চুক্তি সম্পাদনের পর এক বার্তায় কেহিল বলেন "All I can say it is another dream come true, another five years at the club I love and at the one that gave me my chance."
ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাব | মৌসুম | লিগ | এফএ কাপ | লিগ কাপ | ইউরোপ | সর্বমোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি; | গোল | উপস্থিতি | গোল | ||
এভার্টন ফুটবল ক্লাব | ০৭-০৮ | ১১ | ৭ | ০ | ০ | ২ | ১ | ৩ | ২ | ১৬ | ১০ |
০৬-০৭ | ১৮ | ৫ | ০ | ০ | ৩ | ২ | ০ | ০ | ২১ | ৭ | |
০৫-০৬ | ৩১ | ১০ | ৩ | ১ | ০ | ০ | ৪ | ১ | ৩৮ | ১২ | |
০৪-০৫ | ৩৩ | ১১ | ২ | ১ | ৩ | ০ | ০ | ০ | ৩৮ | ১২ | |
মোট | ৯৩ | ৩৩ | ৫ | ২ | ৮ | ৩ | ৭ | ৩ | ১১৩ | ৪১ | |
মিলওয়াল ফুটবল ক্লাব | ০৩-০৪ | ৪০ | ৯ | ৭ | ৩ | ১ | ০ | ০ | ০ | ৪৮ | ১২ |
০২-০৩ | ১১ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১১ | ৩ | |
০১-০২ | ৪৩ | ১৩ | ২ | ০ | ২ | ০ | ০ | ০ | ৪৭ | ১৩ | |
০০-০১ | ৪১ | ৯ | ২ | ০ | ৪ | ১ | ০ | ০ | ৪৭ | ১০ | |
৯৯-০০ | ৪৫ | ১২ | ১ | ০ | ২ | ০ | ০ | ০ | ৪৮ | ১২ | |
৯৮-৯৯ | ৩৭ | ৬ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৩৭ | ৬ | |
৯৭-৯৮ | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | |
মোট | ২১৮ | ৫২ | ১২ | ৩ | ৯ | ১ | ০ | ০ | ২৩৯ | ৫৬ | |
ক্যারিয়ারে সর্বমোট | ৩১১ | ৮৫ | ১৭ | ৫ | ১৬ | ৪ | ৭ | ৩ | ৩৫২ | ৯৭ | |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.