Loading AI tools
মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী প্রণালী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মালাক্কা প্রণালী (মালয়: Selat Melaka, ইন্দোনেশীয়: Selat Malaka; Jawi: سلت ملاک) দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের[২] মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ ৮০৫ কিমি (৫০০ মা) সমুদ্রপ্রণালী। ১৪০০ থেকে ১৫১১ খ্রিষ্টাব্দের মধ্যে দ্বীপমালা উপর শাসিত মালাক্কা সালতানাতের নামে এর নামকরণ করা হয়।
মালাক্কা প্রণালী | |
---|---|
অবস্থান | আন্দামান সাগর-কারিমাতা প্রণালী |
ধরন | প্রণালী |
স্থানীয় নাম | মালয়: Selat Melaka ইন্দোনেশীয়: Selat Malaka থাই: ช่องแคบมะละกา তামিল: மலாக்கா நீரிணை চীনা: 马六甲海峡 {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: একাধিক নামের জন্য তালিকাযুক্ত মার্কআপ প্রত্যাশিত (সাহায্য) |
অববাহিকার দেশসমূহ | থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া |
ন্যূনতম প্রস্থ | ২.৮ কিমি (১.৭ মা) |
গড় গভীরতা | ২৫ মিটার (৮২ ফু) (সর্বনিম্ন)[১] |
জনবসতি | মালাক্কা সিটি পোর্ট ক্লাং পেনাং মেদান ফুকেট সতুন প্রদেশ সিঙ্গাপুর আচেহ রাইয়ু |
মালাক্কা প্রণালীর উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এবং মালয় উপদ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে। প্রণালীটি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে ৮০০ কিলোমিটার দীর্ঘ এবং এর বিস্তার ৬০ কিলোমিটার থেকে ৪৮০ কিলোমিটার হতে পারে। প্রণালীটির দক্ষিণ প্রান্তে অনেকগুলি দ্বীপ আছে। এই প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজগামী সমুদ্রপথের একটি, ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যকার সমুদ্র বাণিজ্য এর মধ্য দিয়ে সংঘটিত হয়। মালাক্কা প্রণালীর উপকূলে অবস্থিত প্রধান বন্দরগুলির মধ্যে আছে মালয় উপদ্বীপের পেনাং (প্রাক্তন জর্জটাউন), পোর্ট সোয়েটেনহাম ও মালাক্কা, এবং সুমাত্রা দ্বীপের বেলাওয়ান বন্দর। সিঙ্গাপুর এই প্রণালীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.