তুষার চিতা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তুষার চিতা বা স্নো লেপার্ড হচ্ছে বড় বিড়াল এর একটি প্রজাতি যা মধ্য ও দক্ষিণ এশিয়ায় দেখতে পাওয়া যায়।
তুষার চিতা | |
---|---|
সান দিয়েগো চিড়িয়াখানার তুষার চিতাবাঘ | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
উপপর্ব: | ভার্টিব্রাটা |
মহাশ্রেণী: | gnathostomata |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | মাংসাশী |
পরিবার: | Felidae |
গণ: | Panthera |
প্রজাতি: | P. uncia |
দ্বিপদী নাম | |
Panthera uncia (Schreber, 1775) | |
Subspecies | |
![]() | |
Range map | |
প্রতিশব্দ | |
|
বৈজ্ঞানিক নাম
Panthera uncia যা পূর্বে Uncia Unciaনামে পরিচিত ছিলো। ১৮৫৪ সালে বিজ্ঞানী Gray Uncia গন টি প্রস্তাব করেন। তারপর থেকে এটি Uncia uncia নামেই পরিচিত ছিল। এমন কি কিছুদিন আগ পর্যন্ত এর নাম ছিল Uncia uncia কিন্তু আধুনিক জিন গবেষণায় একে প্যানথেরা গনের অধিনে রাখা হয়। আর ২০০৮ সাল থেকে এর বৈজ্ঞানিক নাম হয় Panthera uncia জেনেটিক রিসার্চ এ দেখা যায়, অন্যান্য বড় বিড়াল এর তুলনায় বাঘ এর সাথে এদের সবচেয়ে বেশি জেনেটিক্যালি মিল রয়েছে। আর একে বাঘের sister species বলা হয়।
শ্রেণিবিন্যাস
আকার
প্যানথেরা গনের বাকি প্রজাতি গুলো বাঘ, সিংহ, জাগুয়ার, চিতাবাঘ এর তুলনায় আকারে ছোট। স্নো লেপার্ড এর ওজন ২৫-৬০ কেজি পর্যন্ত হয়। বড় পুরুষ দের ওজন ৭৫ কেজি পর্যন্ত হয়। তবে ছোট স্ত্রী দের ওজন ২৫ কেজিরও কম হতে পারে! এদের দেহের দৈর্ঘ্য ৭৫-১৫০ সে.মি. আর লেজের দৈর্ঘ্য ৮০-১০০ সে.মি.হয়। এদের দেহ আন্দাজে লেজ বড় হয়।

বাসস্থান
তুষার চিতা আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, কাজাখিস্তান, ভুটান, চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়। তুষার চিতা বা স্নো লেপার্ড পাকিস্তান ও আফগানিস্তান এর ন্যাশনাল হেরিটেজ এনিম্যাল।

দেশ | বাসস্থান এলাকা (কিমি২) | আনুমানিক সংখ্যা[১] |
---|---|---|
আফগানিস্তান | ৫০,০০০ | ১০০–২০০? |
ভুটান | ১৫,০০০ | ১০০–২০০? |
চীন | ১,১০০,০০০ | ২,০০০–২,৫০০ |
ভারত | ৭৫,০০০ | ২০০–৬০০ |
কাজাখস্তান | ৫০,০০০ | ১৮০–২০০ |
কিরগিজস্তান | 105,000 | 150–500 |
মঙ্গোলিয়া | 101,000 | 500–1,000 |
নেপাল | 30,000 | 300–500 |
Pakistan | 80,000 | 200–420 |
Tajikistan | 100,000 | 180–220 |
Uzbekistan | 10,000 | 20–50 |

খাদ্য
তুষার চিতা মাংসাশী এবং সক্রিয়ভাবে তাদের শিকারের খোঁজে। তারা বিড়ালের মতো সুযোগসন্ধানী এবং গলিত মাংস ও গবাদি পশুসহ যাবতীয় মাংস খেতে পারে। তুষার চিতা তাদের ওজনের দুই থেকে চারগুন বড় পশু যেমন ভরাল, হিমালয়ান থর, ঘোড়া, উট হত্যা করতে পারে। এছাড়াও ছোট শিকার যেমন খরগোশ এবং পাখিও খায়।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.