রায়ান জে সাইডবটম (ইংরেজি: Ryan Sidebottom; জন্ম: ১৫ জানুয়ারি, ১৯৭৮) পশ্চিম ইয়র্কশায়ারের হাডার্সফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দলে তিনি মূলতঃ বামহাতি ফাস্ট-মিডিয়াম বোলার। পাশাপাশি বামহাতে ব্যাটিংয়ে পারদর্শী তিনি। বর্তমানে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করছেন রায়ান সাইডবটম

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
রায়ান সাইডবটম
Thumb
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রায়ান জে সাইডবটম
জন্ম (1978-01-15) ১৫ জানুয়ারি ১৯৭৮ (বয়স ৪৬)
হাডার্সফিল্ড, পশ্চিম ইয়র্কশায়ার, ইংল্যান্ড
ডাকনামসেক্সুয়াল চকোলেট,[1] সিড,[2] সাইডবাম, পাইরেট, জোশ রেম
উচ্চতা ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
সম্পর্কএ সাইডবটম (বাবা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬০৪)
১৭ মে ২০০১ বনাম পাকিস্তান
শেষ টেস্ট১৪ জানুয়ারি ২০১০ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৬৮)
৭ অক্টোবর ২০০১ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই২৮ ফেব্রুয়ারি ২০১০ বনাম বাংলাদেশ
ওডিআই শার্ট নং১৮ (পূর্বে ৭৮)
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৭-২০০৩ইয়র্কশায়ার
২০০৩-২০১০নটিংহ্যামশায়ার
২০১১–ইয়র্কশায়ার (জার্সি নং ১১)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২২ ২৫ ২১১ ১৮৬
রানের সংখ্যা ৩১৩ ১৩৩ ২,৫১৬ ৫৫২
ব্যাটিং গড় ১৫.৬৫ ১৩.৩০ ১৩.৯০ ১১.০৪
১০০/৫০ ০/০ ০/০ ০/৩ ০/০
সর্বোচ্চ রান ৩১ ২৪ ৬১ ৩২
বল করেছে ৪,৮১২ ১,২৭৭ ৩৬,২৭২ ৮,২২৬
উইকেট ৭৯ ২৯ ৬৯৯ ১৯৮
বোলিং গড় ২৮.২৪ ৩৫.৮২ ২৪.০৬ ৩০.৯৭
ইনিংসে ৫ উইকেট ২৮
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৭/৪৭ ৩/১৯ ৭/৩৭ ৬/৪০
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/– ৬/– ৫৯/– ৩৯/–
উৎস: ক্রিকইনফো, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
বন্ধ

খেলোয়াড়ী জীবন

২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। কিন্তু ঐ খেলায় তিনি কোন উইকেট লাভে ব্যর্থ হয়েছিলেন ও ছয় বছর দলের বাইরে অবস্থান করেন। এরফলে তিনি এক টেস্টের বিস্ময়কারী হিসেবে বিবেচিত হচ্ছিলেন। ২০০৭ সালে ম্যাথু হগার্ডের আঘাতজনিত অনুপস্থিতিতে পুনরায় দলের সদস্য মনোনীত হন।[3] প্রথম ইনিংসেই তিনি চারটি উইকেট লাভে সক্ষমতা দেখান। পরের দুই বছরেরও অধিক সময় ইংল্যান্ড দলের অন্যতম বোলারের মর্যাদা পান।

৮ মার্চ, ২০০৮ তারিখে নিজস্ব একাদশ টেস্টে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩৭তম হ্যাট্রিক লাভ করেন। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি এ কীর্তিগাঁথা রচনা করেন। ২৪ মার্চ একই সিরিজে তৃতীয়বারের মতো পাঁচ-উইকেট পান ও নিউজিল্যান্ডের মাটিতে যে-কোন ইংরেজের পক্ষে পাঁচ-উইকেট লাভে নতুন রেকর্ড গড়েন।

অবসর

২০০৯ সালে আঘাতের কারণে টেস্ট দলের বাইরে অবস্থান করতে বাধ্য হন। অতঃপর ২০ সেপ্টেম্বর, ২০১০ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাইডবটম।[4] এ সময়ে ইংল্যান্ডের পক্ষে ২২ টেস্টে অংশ নিয়েছিলেন ও ২০১০ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় শিরোপা জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.