নাথান কোল্টার-নাইল

অস্ট্রেলীয় ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

নাথান মিচেল কোল্টার-নাইল (ইংরেজি: Nathan Mitchell Coulter-Nile; জন্ম: ১১ অক্টোবর, ১৯৮৭) হলেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তিনি বর্তমানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাথে এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট পার্থ স্কর্চার্স দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে থাকেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
নাথান কোল্টার-নাইল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
নাথান মিচেল কোল্টার-নাইল
জন্ম (1987-10-11) ১১ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৭)
পার্থ, পশ্চিম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
উচ্চতা১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট বোলার
ভূমিকাবোলিং অল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২০৪)
১৪ সেপ্টেম্বর ২০১৩ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই২৬ জানুয়ারি ২০১৪ বনাম ইংল্যান্ড
টি২০আই অভিষেক
(ক্যাপ ৬১)
১৩ ফেব্রুয়ারি ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টি২০আই২৯ জানুয়ারি ২০১৪ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯–২০১৩পশ্চিম অস্ট্রেলিয়া
২০১১–২০১৪পার্থ স্করচার্স
২০১৩মুম্বই ইন্ডিয়ান্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৮ ৩১
রানের সংখ্যা ৪৯ ৪১ ৭৬৭ ৪১১
ব্যাটিং গড় ১৬.৩৩ ৪১.০০ ১৭.৮৩ ২৫.৬৮
১০০/৫০ ০/০ ০/০ ০/১ ০/২
সর্বোচ্চ রান ১৬ ১৬* ৫২ ৬২
বল করেছে ৪১৪ ৯৬ ৫,৩৩২ ১,৭৯১
উইকেট ১১ ৯৯ ৫৬
বোলিং গড় ৩৩.০০ ২৬.১৬ ২৮.৮৫ ২৭.০৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a n/a
সেরা বোলিং ৩/৩৪ ৪/৩০ ৬/৮৪ ৪/৬৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ২/– ২০/– ৯/–
উৎস: ক্রিকেট আর্কাইভ, ২৯ জানুয়ারি ২০১৪
বন্ধ

প্রাথমিক কর্মজীবন

নিল ১৯৮৭ সালের ১১ই অক্টোবর পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণ করেন। তিনি তিন সন্তানের মধ্যে বড় এবং তার দুটি ছোট বোন রয়েছে।[] তিনি এ্যাকুয়ান্স কলেজ থেকে লেখাপড়া করেন।[] নিল পার্থের পশ্চিম শহরতলিতে বেড়ে ওঠার সময় তিনি পশ্চিম অস্ট্রেলিয়া রাষ্ট্রীয় অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ উভয় পর্যায়ে প্রতিনিধি দলে খেলেছেন।[] ২০০৩-০৪ সালের রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশীপে অনুর্ন্ধ ১৭ খেলায় নিল ৫ ম্যাচে মাত্র ৪ উইকেট নেন এবং উক্ত টুর্ণামেন্টে পাচ ইনিসং মিলে মাত্র ১৯ রান করতে সক্ষম হন।[][] দুই মৌসুম পরে, ২০০৫–০৬ সালে জাতীয় অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়ানশিপে (পার্থে) তিনি ৬টি ম্যাচে ২৪.৫০ এভারেজে ৮ উইকেট লাভ করেন।[]

ঘরোয়া জীবনী

পশ্চিম অস্ট্রেলিয়া

২০১২-১৩ মৌসুমের শেষ দিকে, নীলকে মৌসুমের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্লেয়ার হিসাবে "লরি সয়াল পদক" প্রদান করা হয়।[]

পার্থ স্করচার্স

নিল পার্থ স্করচার্স ২০১১-১২ বিগ ব্যাশ লিগে এর ১৫ সদস্যর দলে রাখা হয়।[] স্কোয়াডটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার যে অনুরূপ ছিল, যেমন- রায়ান দিউফিল্ড, বেন ওডমন্ডসন, জো মনি সহ অন্যান্য ফাস্ট বোলার দিয়ে এবং অল-রাউন্ডার এর মধ্যে ছিলেন পল কলিংউড এবং মিচেল মার্শ[] কাঁধের আঘাতের কারণে দলের প্রথম দুই ম্যাচ তিনি খেলতে পারেননি।[১০] নিলের অভিষেক হয় ২০১১ সালের ডিসেম্বরের শেষে তৃতীয় ম্যাচে শন মার্শ এর স্থলে ব্রিসবন হিটের বিরুদ্ধে।[১১]

মুম্বই ইন্ডিয়ানস

২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর নিলামে মুম্বই ইন্ডিয়ানস নিলকে আমেরিকান ডলার ৪৫০,০০০ দামে কিনে নেয়।[১২][১৩] নীল প্রথম ম্যাচ খেলেন ২০১৩ সালের মে মাসে কিংস এলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলেন।[১৪] তার অভিষেক ম্যাচে বোলিংয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট লাভ করেন এবং ব্যাট হাতে ৬ বলে ৯ রান করেন। উক্ত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানস ৫০ রানে পরাজিত হয়।[১৫]

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১১-১২ সালের পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ নৌপুণ্যর পরে ইংল্যান্ড টুরে ২টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন।[১৬] যদিও তাকে জেমস প্যাটিনসনের পেটের আঘাতের কারণে তিনি দলে সুযোগ পান।[১৭] তিনি অস্ট্রেলিয়া এ দলের হয়ে সাউথ আফ্রিকা দলের সাথে আরও একটি ম্যাচ খেলেন।[১৮]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.