নামিবিয়া
দক্ষিণ-পশ্চিম আফ্রিকার স্বাধীন রাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দক্ষিণ-পশ্চিম আফ্রিকার স্বাধীন রাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। আটলান্টিক সাগরের তীরবর্তী নামিবিয়ার উত্তরে অ্যাঙ্গোলা ও জাম্বিয়া পূর্বে বতসোয়ানা দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা। ১৫ শতকে পর্তুগিজরা নামিবিয়ায় প্রবেশ করে। ১৮৮৪ সালে দেশটি জার্মানদের অধিকারে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ-পশ্চিম আফ্রিকার জার্মান উপনিবেশ দক্ষিণ আফ্রিকা কর্তৃক অধিকৃত হয়। ১৯৬০ সালে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার নাম পরিবর্তন করে নামিবিয়া নামকরণ করা হয়। দেশটির মার্কসবাদী সংগঠন সোয়াপোর নেতৃত্বে স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধ শুরু হয়। পরে জাতিসংঘের শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। নামিবিয়া এখন একটি স্বাধীন দেশ।
নামিবিয়া প্রজাতন্ত্র | |
---|---|
নীতিবাক্য: "Unity, Liberty, Justice" "একতা, স্বাধীনতা, সুবিচার" | |
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | উইন্ডহোক |
সরকারি ভাষা | ইংরেজি1 |
স্বীকৃত আঞ্চলিক ভাষা | আফ্রিকান্স, জার্মান[1] |
জাতীয়তাসূচক বিশেষণ | নামিবিয়ান |
সরকার | প্রজাতন্ত্র |
• রাষ্ট্রপতি | Hifikepunye Pohamba |
• প্রধানমন্ত্রী | Nahas Angula |
স্বাধীনতা দক্ষিণ আফ্রিকা থেকে | |
• তারিখ | ২১শে মার্চ ১৯৯০ |
আয়তন | |
• মোট | ৮,২৫,৪১৮ কিমি২ (৩,১৮,৬৯৬ মা২) (৩৪তম) |
• পানি (%) | negligible |
জনসংখ্যা | |
• ২০০৯ আনুমানিক | ২,১৭১,০০০[2] (১৪২তম) |
• ২০০৮ আদমশুমারি | ২,০৮৮,৬৬৯ |
• ঘনত্ব | ২.৬/কিমি২ (৬.৭/বর্গমাইল) (২৩৫তম) |
জিডিপি (পিপিপি) | ২০০৯ আনুমানিক |
• মোট | $১৩.৭৬৪ বিলিয়ন[3] (১৩৬তম) |
• মাথাপিছু | $৬,৬১০.৩৫[3] (১২৯তম) |
জিডিপি (মনোনীত) | ২০০৯ আনুমানিক |
• মোট | $৯.০৩৯ বিলিয়ন[3] |
• মাথাপিছু | $৪,৩৪১.৩৬[3] |
জিনি (২০০৩) | ৭০.৭[4] ত্রুটি: জিনি সহগের মান অকার্যকর · ১ম |
মানব উন্নয়ন সূচক (২০০৭) | ০.৬৫০ ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · ১২৫তম |
মুদ্রা | নামিবিয়ান ডলার (NAD) |
সময় অঞ্চল | ইউটিসি+১ (WAT) |
ইউটিসি+২ (WAST) | |
গাড়ী চালনার দিক | left |
কলিং কোড | ২৬৪ |
ইন্টারনেট টিএলডি | .na |
উইন্ডহোক:-প্রশাসনিক কার্যালয় ও রাজধানী
দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া। দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে জাম্বিয়া ও অ্যাঙ্গোলা, পূর্বে বটসোয়ানা এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা।
২৪লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার ১.৭ উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী : ওভাম্বো (৪৯.৫%), কাভাঙ্গো (৯.২%), কলর্ড (৮%), হেরেরো (৭%), ডামারা (৭%), নামিবিয়ান শেতাঙ্গ (৭%)।
নামিবিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হল অ্যাসোসিয়েশন ফুটবল। নামিবিয়ার জাতীয় ফুটবল দল আফ্রিকা কাপ অফ নেশনসের ১৯৯৮, ২০০৮ এবং ২০১৯ সংস্করণের জন্য যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.