Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মহীশূর (ইংরেজি: Mysore) ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার একটি শহর ও পৌর সংস্থার অধীন এলাকা।
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (নভেম্বর ২০২২) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
মহীশূর | |
---|---|
শহর | |
কর্ণাটক, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ১২.৩১° উত্তর ৭৬.৬৫° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | কর্ণাটক |
জেলা | মহীশূর |
সরকার | |
• ধরন | পৌর সংস্থা |
• শাসক | মহীশূর পৌর সংস্থা |
• মেয়র | লিঙ্গাপ্পা আর[১] |
• Deputy Mayor | মহাদেবাম্মা |
আয়তন | |
• শহর | ১৫২ বর্গকিমি (৫৯ বর্গমাইল) |
উচ্চতা | ৭৬৩ মিটার (২,৫০৩ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• শহর | ৯,২০,৫৫০ |
• জনঘনত্ব | ৬,১০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
• মহানগর | ৯,৯০,৯০০ |
ভাষা | |
• অফিসিয়াল | কন্নড় |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ওয়াদিয়ার রাজবংশ দ্বারা শাসিত মহীশূর রাজ্য (১৩৯৯-১৯৫৬)-এর রাজধানী ছিল এই শহর। প্রারম্ভে এটি বিজয়নগর সাম্রাজ্য-এর একটি সামন্তরাজ্য হলেও পরবর্তীতে ১৫৫৩ সাল থেকে তা স্বাধীন রাজ্যে পরিণত হয়।
১৭৬১ সালে রাজ্যের সেনাপ্রধান হায়দার আলী-র উত্থান ঘটে। তার নেতৃত্বে প্রথম ইঙ্গ-মহীশূর ও দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ সংগঠিত হয়। পরবর্তীতে তার পুত্র টিপু সুলতান রাজ্যের শাসক হন।
মাইসোরের শেষ রাজা ছিলেন শ্রীকান্তদত্ত নরসিংহরাজা ওয়াদিয়ার। তাঁর মৃত্যুর পর ফের এই রাজপরিবারে যদুবীর গোপাল রাজ উরসকে দত্তক নেওয়া হয়। এবং তিনিই এই মুহূর্তে এই রাজ পরিবারের রাজা। ২০১৫ সালের ২৮ মে তিনি এই পরিবারের দায়িত্ব নেন। রয়্যাল সিলকের খনি মাইসোর প্যালেসের রাজা এখন তিনিই, যদুবীর গোপাল রাজ উরস। সিলকের পারিবারিক ব্যবসার সাথে রাজবংশ জড়িত । যদুবীর গোপাল রাজ উরস দুঙ্গারপুরের রাজকুমারীর সঙ্গে বিয়ে করেছেন। ওয়াদিয়ারদের প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে।[২]
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১২.৩১° উত্তর ৭৬.৬৫° পূর্ব।[৩] শহরটি চামুণ্ডী পাহাড়ের পাদদেশে ও বেংগালুরু থেকে ১৪৫.২ কিমি (৯০ মা) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সমুদ্র সমতল থেকে
গড় উচ্চতা হল ৭৬৩ মিটার (২৫০৩ ফুট)।
ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে মহীশূর শহরের জনসংখ্যা হল ৯২০,৫৫০ জন।[৪] এর মধ্যে পুরুষ ৪৬১,০৪২ এবং নারী ৪৫৯,৫০৮।
এখানে সাক্ষরতার হার ৭৬%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৮৭.৬৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে মহীশূরের সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.