Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুন্না মাইকেল হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন সাব্বির খান এবং প্রযোজনা করেছে ভিকি রজনী ও ইরোস ইন্টারন্যাশনাল। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে টাইগার শ্রফের পাশাপাশি নওয়াজুদ্দীন সিদ্দিকী এবং নিধি আগারওয়াল অভিনয় করেছেন।[৩][৪] হিরোপন্তি এবং বাঘির পর, এই চলচ্চিত্রের মাধ্যমে টাইগার এবং সাব্বির তৃতীয়বারের মতো পর্দায় একসাথে উপস্থিত হয়েছিলেন। একই সাথে এই চলচ্চিত্রের মাধ্যমে নিধি আগারওয়াল বলিউডে অভিষেক করেছেন।[৫][৬]
মুন্না মাইকেল | |
---|---|
পরিচালক | সাব্বির খান |
প্রযোজক | ভিকি রজনী সুনিল এ লুলা |
রচয়িতা | ভিমি দত্ত |
শ্রেষ্ঠাংশে | টাইগার শ্রফ নওয়াজুদ্দীন সিদ্দিকী নিধি আগারওয়াল |
সুরকার | গান: মীত ভ্রাতৃদ্বয় তানিশক বাগচী কোমাইল শায়ন প্রানায় ভিশাল মিশ্র জাভেদ-মহসিন গৌরব-রশিন ব্যাকগ্রাউন্ড সঙ্গীত: সঙ্গীত শিরদকার |
চিত্রগ্রাহক | হরি কে. ভেদানতাম |
সম্পাদক | মনন সাগর |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইরোস ইন্টারন্যাশনাল নেক্সট জেন ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৪১ কোটি[১] |
আয় | ₹৪৭.২০ কোটি[২] |
এই চলচ্চিত্রের কাহিনী রাস্তায় থাকা মুন্না (টাইগার শ্রফ) নামে এক যুবককে নিয়ে, যে ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের খুব বড় ভক্ত। এই চলচ্চিত্রে মহীন্দ্র ফৌজি (নওয়াজুদ্দীন সিদ্দিকী) নামে এক গুণ্ডা-ও রয়েছে।
এই চলচ্চিত্রের সঙ্গীত দিয়েছেন মীত ভ্রাতৃদ্বয়, তানিশক বাগচী, কোমাইল শায়ন, প্রানায়, ভিশাল মিশ্র, জাভেদ-মহসিন এবং গৌরব-রশিন,[৮] অন্যদিকে ব্যাকগ্রাউন্ড সঙ্গীত দিয়েছেন সঙ্গীত শিরদকার। এই চলচ্চিত্রের গানগুলো লিখেছেন কুমার, দানিশ সাব্রি, কোমাইল-প্রানায়, তানিশক-ভায়ু এবং সাব্বির খান।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.