Loading AI tools
কেবেক প্রদেশের বৃহত্তম শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মন্ট্রিয়ল (ইংরেজি: Montreal, /ˌmʌntriˈɔːl/ ( )) বা মঁরেয়াল[lower-alpha 1] (ফরাসি: Montréal, ফরাসি : [mɔ̃ʁeal] () )কেবেক প্রদেশের বৃহত্তম, কানাডার দ্বিতীয় বৃহত্তম এবং উত্তর আমেরিকার নবম বৃহত্তম শহর। এটির মূল নাম ছিল ভিল দ্য মারি বা মেরির নগরী।[4] শহরটির বর্তমান নামটি এসেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পর্বতচূড়ার ফরাসি নাম "মোঁ রেয়াল" (ফরাসি Mont Réal, "রাজকীয় পর্বত") এবং এই নামটি দেওয়া হয়েছে শহরের কাছে অবস্থিত ইল দ্য মোঁরেয়াল নামক দ্বীপ থেকে।[5][6]
মন্ট্রিয়ল
| |
---|---|
| |
নীতিবাক্য: Concordia Salus | |
মন্ট্রিয়ল শহর এবং পৌর এলাকা | |
স্থানাঙ্ক: ৪৫°৩০′ উত্তর ৭৩°৪০′ পশ্চিম | |
দেশ | কানাডা |
প্রদেশ | কুইবেক |
অঞ্চল | মন্ট্রিয়ল |
গোড়াপত্তন | ১৬৪২ |
প্রতিষ্ঠিত | ১৮৩২ |
সরকার | |
• মেয়র | জেরাল্ড ট্রিম্বলে |
• ভাষা | ফরাসি (সরকারি) |
আয়তন[1][2][3] | |
• শহর | ৩৬৫.১৩ বর্গকিমি (১৪০.৯৮ বর্গমাইল) |
• পৌর এলাকা | ১,৬৭৭ বর্গকিমি (৬৪৭ বর্গমাইল) |
• মহানগর | ৪,২৫৯ বর্গকিমি (১,৬৪৪ বর্গমাইল) |
সর্বোচ্চ উচ্চতা | ২৩৩ মিটার (৭৬৪ ফুট) |
সর্বনিন্ম উচ্চতা | ৬ মিটার (২০ ফুট) |
জনসংখ্যা (২০০৬)[1][2][3] | |
• শহর | ১৬,২০,৬৯৩ (২য় বৃহত্তম) |
• জনঘনত্ব | ৪,৪৩৯/বর্গকিমি (১১,৪৯৬/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৩৩,১৬,৬১৫ |
• মহানগর | ৩৬,৩৫,৫৭১ |
• Demonym | মন্ট্রিয়লার (ইংরেজি) মোঁরেয়ালে (পুং)/মোঁরেয়ালেজ (স্ত্রী) (ফরাসি) |
সময় অঞ্চল | ইএসটি (ইউটিসি−৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ইডিটি (ইউটিসি−৫) |
Postal code span | H (এইচ) |
এলাকা কোড | (৫১৪) এবং (৬৩৮) |
ওয়েবসাইট |
২০১১ সালে আদমশুমারী অনুযায়ী এই শহরে বসবাসরত মানুষের সংখ্যা ১,৬৪৯,৫১৯ জন। মন্ট্রিয়লের মহানগর এলাকার আয়তন ৪,২৫৯ বর্গকিলোমিটার (১,৬৪৪ মা২)) এবং এর জনসংখ্যা ছিল ৩,৮২৪,২২১ জন এবং বর্তমানে ২০১৪ সালের প্রাক্কলন অনুযায়ী কেন্দ্রীয় মহানগর এলাকায় ৪১ লক্ষ লোক বাস করে। [7]
শহরের দাপ্তরিক ভাষা ফরাসি[8][9] এবং ২০০৬ সালের পরিসংখ্যান অনুসারে এখানকার বাসিন্দাদের ৫৬.৯% বাড়িতে ফরাসি ভাষায়, ১৮.৬% ইংরেজি ভাষায় এবং বাকিরা অন্যান্য ভাষায় কথা বলে।[10] এছাড়া বৃহত্তর মন্ট্রিয়লে ৬৭.৯% লোক বাড়িতে ফরাসিতে এবং ১৬.৫% লোক ইংরেজিতে কথা বলে।[11] মন্ট্রিয়ল কেবেক এবং কানাডার শহরগুলোর মধ্যে অন্যতম দ্বিভাষিক শহর যেখানে ৫৬% লোক ইংরেজি এবং ফরাসি উভয় ভাষাতেই কথা বলতে পারে।[12] মন্ট্রিয়ল প্যারিসের পরে দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে ফরাসি প্রাথমিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়।[13][14][15] [16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.