আন্ড্রু উইলিয়াম হ্যানকিন্সন (জন্ম ডিসেম্বর ২২, ১৯৮৩) একজন আমেরিকান পেশাদার কুস্তিগির

দ্রুত তথ্য লুক গ্যালোস, জন্ম নাম ...
লুক গ্যালোস
Thumb
২০১৭ সালে গ্যালোস
জন্ম নামআন্ড্রু উইলিয়াম হ্যানকিন্সন
জন্ম (1983-12-22) ডিসেম্বর ২২, ১৯৮৩ (বয়স ৪০)[1]
কাম্বারল্যান্ড,মারিয়াল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র[2]
বাসস্থানমোন্টিসেল্লো, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামবিগ এক্সএলজি[3]
ডিকোন ডেবিল
ডি.ও.সি.[4]
ডোক গ্যালোস
ডোরিয়েন ডেবিল্লে
ফেস্টুস
ফেস্টুস ডেলোস
দ্যা ফ্রেকিন ডিকোন
ইম্পস্টার কেন
ইসাইহা ক্যাশ
জনি ৯৯[5]
জাস্টিস ডেল্টন
কেইথ হ্যান্সন[2]
লুক গেলো
লুক গেলোস[6]
দ্যা মাস্কড এসেসসিন
সুপার ফেস্টুস[7]
টেক্স ফার্গুসন[8]
কথিত উচ্চতা৬ ফুট ৮ ইঞ্চি[6]
কথিত ওজন২৯০ পাউন্ড[6]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
শিকাগো, ইল্লিনোয়েস
বায় ওয়ে অফ টোকিও, জাপান[9]
প্রশিক্ষকবিল ডেমোট্ট
ডিপ সাউদ রেসলিং
অভিষেক২০০৩
বন্ধ

ডাব্লিউডাব্লিউই এর সাথে তার প্রথম কাজ শেষ হয় ২০১০ সালে। তিনি বেশি বিখ্যাত নিউ জাপান প্রো রেসলিং এ ডক গ্যালোস নামে কাজ করার জন্য এবং তিনি টোটাল ননস্টপ একশন রেসলিং এও কুস্তি লড়েছেন, যেখানে তিঞ্জ আছেস এন্ড এইটস ফ্যাংশন ডি.ও.সি.(ডিরেক্টর অফ চাওস) নামে কুস্তি লড়েছেন। কার্ল অ্যান্ডারসনের সাথে, হ্যানকিন্সন ডাব্লিউডাব্লিউই র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন ২ বার। সে তার সাথে আইডাব্লিউজিপি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনবার।

পেশাদারি কুস্তি জীবন

প্রাথমিক কুস্তি জীবন (২০০৫)

হ্যানকিন্সন তার কর্মজীবন শুরু করেন মেসন-ডিক্সন রেসলিং এবং পেন্সিলবানিয়ার সাথে ওয়ার্ল্ড স্টার রেসলিং ফেডারেশন, সামিট রেসলিং এসোসিয়েশন অব সাউদার্ন এবং মারিয়াল্যান্ড-ভিত্তিক ন্যাশনাল রেসলিং এলায়েন্স এ[10] ডোরিয়ান ডেবিল্লে নামে কুস্তি লড়েছেন।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই)

ডিপ সাউদ রেসলিং (২০০৫-২০০৭)

২০০৫ এর এপ্রিলে ডাব্লিউডাব্লিউই এর ১,০০০,০০০ লাখ আমেরিকান ডলার টাফ এনাফ অনুষ্ঠান এর ১০ জন কন্টেস্টেন্ট এর একজন হয়েছিলেন, এরপর তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) এ যোগ দেন এবং ডাব্লিউডাব্লিউই এর উন্নয়ন ক্ষেত্র ডিপ সাউদ রেসলিং এ কুস্তি লড়া শুরু করেন।

হ্যানকিনসন ডিএসডাব্লিউ এ ডোরিয়েন "ডিকোন" ডেবিল্লে নামে কুস্তি লড়েছেন তার নাম দ্যা ফ্রেকিন ডিকোন এ পরিবর্তন করার পূর্বে। তিনি গিম্মিক এর সাথে ডেরাঙ্গ নামক দল করে কুস্তি লড়তেন, যে তার সাথে উইলো নামক মাকড়শা নিয়ে আসতেন, গিম্মিক অনেক অল্প কথা বলতো।[11]

তথ্যসূত্র

বহিসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.