Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জিম্বাবুয়ের রাষ্ট্রপতি হলেন জিম্বাবুয়ে রাষ্ট্রের প্রধান ব্যক্তি। সর্বপ্রথম ১৯৮০ সালে এর স্বাধীনতার পর ক্যনান বানানা দ্বারা রাষ্ট্রপতির অফিসটি প্রতিষ্ঠিত হয়েছিল। ৩১শে ডিসেম্বর ১৯৮৭ থেকে ১১ই ফেব্রুয়ারি ২০০৯ সাল পর্যন্ত রাষ্ট্রপতি সরকারেরও প্রধান ছিলেন; বানানার উত্তরসূরী রবার্ট মুগাবের দ্বারা প্রধানমন্ত্রীর পদটি বিলুপ্ত করা হয়েছিল। ২০০৮ ও ২০০৯ সালে রাজনৈতিক আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর পদটি পুনরায় সংস্থাপিত করা হয় এবং রাষ্ট্রপতি পুনরায় শুধুমাত্র রাষ্ট্রের প্রধান হিসেবে নিযুক্ত হন।
জিম্বাবুয়ে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি | |
---|---|
দায়িত্ব Vacant ৩১শে ডিসেম্বর ১৯৮৭ থেকে | |
মেয়াদকাল | ৫ বছর (একবার নবায়নযোগ্য)[1] |
সর্বপ্রথম | ক্লিফোর্ড ডাপন্ট (রোডেশিয়া) হুজিয়া জিয়ন গুমেদে] (জিম্বাবুয়ে রোডেশিয়ার রাষ্ট্রপতি) ক্যনান বানানা (জিম্বাবুয়ে) |
গঠন | ২রা মার্চ ১৯৭০ (রোডেশিয়া) ১লা জুন ১৯৭৯ (জিম্বাবুয়ে রোডিশিয়া) ১৮ই এপ্রিল ১৯৮০ (জিম্বাবুয়ে) |
ডেপুটি | জিম্বাবুয়ের উপ-রাষ্ট্রপতি |
জিম্বাবুয়ের সাংবিধানিক গণভোট, ২০১৩ এর পর রাষ্ট্রপতিগণ সর্বোচ্চ দুই মেয়াদের জন্য পাঁচ বছর সময়কাল ধরে ক্ষমতায় থাকতে পারেন।
জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন / জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন – দেশপ্রেমী ফ্রন্ট
# | ছবি | নাম (জন্ম-মৃত্যু) |
অফিস গ্রহণ | অফিস ত্যাগ | রাজনৈতিক দল |
---|---|---|---|---|---|
১ | ক্যানান বানানা (১৯৩৬-২০০৩) | ১৮ই এপ্রিল ১৯৮০ | ৩১শে ডিসেম্বর ১৯৮৭ | জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন | |
২ | রবার্ট মুগাবে (জন্ম. ১৯২৪)[2] | ৩১শে ডিসেম্বর ১৯৮৭ | 21 November 2017 | জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন – দেশপ্রেমী ফ্রন্ট |
র্যাঙ্ক | রাষ্ট্রপতি | অফিস সময়কাল |
---|---|---|
১ | রবার্ট মুগাবে (পদাধিকার বহাল) | ৩৬ বছর, ১৪৫ দিন |
২ | ক্যানান বানানা | ৭ বছর, ২৫৭ দিন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.