কেইলর এন্টোনিও নাভাস গাম্বোয়া (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৮৬), অধিক পরিচিত কেইলর নাভাস নামে, (আমেরিকান স্পেনীয়: [kei̯ˈloɾ anˈto.njo ˈna.βaz ɣamˈbo.a]), হলেন একজন কোস্টা রিকান ফুটবলার যিনি কোস্টা রিকা জাতীয় ফুটবল দল এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের গোলরক্ষকের দায়িত্ব পালন করেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
কেইলর নাভাস
Thumb
২০১৮ সালে নাভাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কেইলর এন্টোনিও নাভাস গাম্বোয়া
জন্ম (1986-12-15) ১৫ ডিসেম্বর ১৯৮৬ (বয়স ৩৭)
জন্ম স্থান পেরেজ জেলেডন, কোস্টা রিকা
উচ্চতা ১.৮৫ মি (৬ ফু ১ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
পারি সাঁ-জেরমাঁ
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৯–২০০৫ সাপ্রিসা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০১০ সাপ্রিসা ৬০ (০)
২০১০–২০১২ আলবাসেতে ৩৬ (০)
২০১১–২০১২লেভান্তে (ধার) (০)
২০১২–২০১৪ লেভান্তে ৪৬ (০)
২০১৪– রিয়াল মাদ্রিদ ১০৪ (০)
২০১৯– পারি সাঁ-জেরমাঁ ২১ (০)
জাতীয় দল
২০০৩ কোস্টা রিকা অনূর্ধ্ব ১৭ (০)
২০০৮– কোস্টা রিকা ৯১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ অক্টোবর ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।
বন্ধ

তিনি প্রথমত সাপ্রিসায় খেলেছেন, পরবর্তীতে তিনি আলবাসেতেতে ১ মৌসুম খেলেন এবং ৩ মৌসুম লা লিগার ক্লাব লেভান্তে-এ খেলেন। অতঃপর তিনি রিয়াল মাদ্রিদে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন।

২০০৮ সাল হতে অভিষেকের পর, নাভাস কোস্টা রিকার হয়ে ৭০ ম্যাচেরও বেশি ম্যাচ খেলেছেন। তিনি ২টি কনকাকাফ গোল্ড কাপ এবং ২০১৪ ফিফা বিশ্বকাপে কোস্টা রিকাকে নেতৃত্ব দিয়েছেন; যেখানে তার চিত্তাকর্ষক ক্রিয়াকলাপ তার দলকে কোয়াটার-ফাইনালে উঠতে সাহায্য করেছে।[2]

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

২৭ আগস্ট ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[3][4]
আরও তথ্য ক্লাব, মৌসুম ...
ক্লাব মৌসুম লিগ কাপ মহাদেশীয় সর্বমোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
দেপোর্তিভো সাপ্রিসা ২০০৮–০৯ প্রাইমেরা ডিভিশন ২০২৫
২০০৯–১০ প্রাইমেরা ডিভিশন ২৩২৭
সর্বমোট ৪৩৫২
আলবাসেতে ২০১০–১১ সেগুন্দা ডিভিশন ৩৬৩৬
লেভান্তে ২০১১–১২ লা লিগা
২০১২–১৩ লা লিগা ১২২৫
২০১৩–১৪ লা লিগা ৩৭৩৯
সর্বমোট ৪৭১১১২৭০
রিয়াল মাদ্রিদ ২০১৪–১৫ লা লিগা ১১
২০১৫–১৬ লা লিগা ৩৪১১৪৫
২০১৬-১৭ লা লিগা ২৭১২৪১
২০১৭-১৮ লা লিগা
সর্বমোট ৬৯২৫১০২
ক্যারিয়ার সর্বমোট ১৯৫২৮৩৭২৬০
বন্ধ

স্পেনীয় সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো এর অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক

২ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[5]
২০১৪ ফিফা বিশ্বকাপে কোস্টা রিকার হয়ে খেলছেন নাভাস
আরও তথ্য কোস্টা রিকা, সাল ...
কোস্টা রিকা
সালউপস্থিতিগোল
২০০৮
২০০৯১৪
২০১০
২০১১১১
২০১২১০
২০১৩
২০১৪১০
২০১৫
২০১৬
২০১৭
সর্বমোট৭৪
বন্ধ

সম্মাননা

Thumb
২০১৫ সালে, নাভাস রিয়াল মাদ্রিদের হয়ে একটি গোল রক্ষা করছেন

ক্লাব

দেপোর্তিভো সাপ্রিসা
  • কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ: ২০০৫
  • কোস্টা রিকান প্রাইমেরা ডিভিশন: ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭ আপার্তুরা, ২০০৮ ক্লাউসুরা, ২০০৮ আপার্তুরা, ২০১০ ক্লাউসুরা
রিয়াল মাদ্রিদ

ব্যক্তিগত

  • কনকাকাফ বছরের সেরা খেলোয়াড়: ২০১৪
  • কনকাকাফ গোল্ড কাপ: ২০০৯ সালের সেরা গোলরক্ষক[9]
  • লা লিগা মাসের সেরা খেলোয়াড়: মার্চ ২০১৪[10]
  • এলএফপি পুরস্কার: সেরা গোলরক্ষক: ২০১৩-১৪[11]
  • ট্রফিও ইএফই বছরের সেরা খেলোয়াড়: ২০১৬[12]
  • কনকাকাফ বছরের সেরা গোলরক্ষক: ২০১৬[13]
  • ইএসএম বছরের সেরা দল: ২০১৫-১৬

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.