উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হুবলি-ধারওয়াড় (ইংরেজি: Hubli-Dharwad) ভারতের কর্ণাটক রাজ্যের ধারওয়াড় জেলার পৌর কর্পোরেশনাধীন এলাকা।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে হুবলি-ধারওয়াদ শহরের জনসংখ্যা হল ৭৮৬,০১৮ জন।[১] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৮% এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে হুবলি-ধারওয়াদ এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।
Seamless Wikipedia browsing. On steroids.