হরমন্দির সাহিব[1] (পাঞ্জাবি: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) বা দরবার সাহিব [3] (পাঞ্জাবি: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), কথ্যরূপে স্বর্ণ মন্দির,[1] শিখধর্মের পবিত্রতম তীর্থস্থান। এটি চতুর্থ শিখ গুরু রাম দাস কর্তৃক প্রতিষ্ঠিত অমৃতসর শহরে অবস্থিত। এই শহরটি গুরু দি নগরি বা গুরুর নগরী নামে পরিচিত।
হরমন্দির সাহিব | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
স্থাপত্যশৈলী | শিখ স্থাপত্য |
শহর | অমৃতসর |
দেশ | ভারত |
স্থানাঙ্ক | ৩১°৩৭′১২″ উত্তর ৭৪°৫২′৩৭″ পূর্ব |
নির্মাণ শুরু | ডিসেম্বর, ১৫৮৫ |
সম্পূর্ণ | অগস্ট ১৬০৪ |
গ্রাহক | গুরু অর্জুন দেব ও শিখগণ |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | গুরু অর্জুন দেব |
হরমন্দির সাহিবে শিখধর্মের চিরন্তন গুরু শ্রী গুরু গ্রন্থ সাহিব সর্বদা বিরাজমান। এই কারণে এই স্থান শিখদের নিকট পবিত্র। সকল পেশা ও সকল ধর্মের নারীপুরুষ যাতে ঈশ্বরকে সমভাবে উপাসনার সুযোগ পান, সেই কারণে এই মন্দির নির্মিত হয়।[1][4] গুরু গ্রন্থ সাহিব শিখধর্মের পবিত্রতম ধর্মগ্রন্থ।[4] ১৭০৮ সালের ৭ অক্টোবর নান্দেদে দশম গুরু গুরু গোবিন্দ সিং এই গ্রন্থকে শিখদের চিরন্তন গুরু ও শিখধর্মের নেতা ঘোষণা করে যান।[4]
চিত্রশালা
- Harmandir Sahib Akal Takht Sahib
- Nishaan Sahib (Flagstaffs) (Point 7 on map)
- Harmandir Sahib Complex
- Harmandir Sahib
- The Entrance to the Harmandir Sahib as seen from the inside of the complex
- Panorama of the main building and Sarovar
- North Entrance gate near Ath-sath Tirath (68 Sacred Places) (Point 15 on map).
- The East entrance gate to Harmandir Sahib (see map)
- Harmandir, circa 1870
- Harmandir Sahib.
পাদটীকা
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.