ফ্রান্সিস ফোর্ড কোপলা (ইংরেজি: Francis Ford Coppola, /ˈkpələ/ জন্ম: ৭ই এপ্রিল, ১৯৩৯)[1] হলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তিনি ৫ বার একাডেমি পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি কোপলা মদ্যব্যবসায়ী, পত্রিকার প্রকাশক এবং হোটেল-মালিকও ছিলেন। তিনি হফস্ট্রা বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ইউসিএলএ ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্র পরিচালনায় এমএফএ ডিগ্রি অর্জন করেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছেন যে ছবিগুলো পরিচালনা করে সেগুলো হচ্ছে: গডফাদার ত্রয়ী, দ্য কনভার্সেশন এবং ভিয়েতনাম যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত অ্যাপোক্যালিপ্‌স নাও

দ্রুত তথ্য ফ্রান্সিস ফোর্ড কোপলা, জন্ম ...
ফ্রান্সিস ফোর্ড কোপলা
Francis Ford Coppola
Thumb
২০১১ সালে সান দিয়েগো কমিক-কন ইন্টারন্যাশনালে কোপলা
জন্ম (1939-04-07) ৭ এপ্রিল ১৯৩৯ (বয়স ৮৫)
মাতৃশিক্ষায়তনহফস্ট্রা বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৬২–বর্তমান
রাজনৈতিক দলডেমোক্রেটিক
দাম্পত্য সঙ্গীএলিনর কোপলা (বি. ১৯৬৩)
সন্তানজিয়ান-কার্লো কোপলা
রোমান কোপলা
সোফিয়া কোপলা
পিতা-মাতাকারমিন কোপলা
ইতালিয়া পেন্নিনো
আত্মীয়কোপলা পরিবার
পুরস্কারপূর্ণ তালিকা
বন্ধ

কোপলার ১৯৮০ ও ১৯৯০ এর দশকের চলচ্চিত্রগুলো সমাদৃত হলেও ১৯৭০ এর দশকের চলচ্চিত্রগুলোর মত বাণিজ্যিক সফলতা লাভ করতে পারে নি।[2][3][4] ১৯৮০ এর দশকের পর থেকে মুক্তিপ্রাপ্ত তার চলচ্চিত্রগুলো হল নাট্যধর্মী দি আউটসাইডার্সরাম্বল ফিশ (১৯৮৩), অপরাধ-নাট্যধর্মী দ্য কটন ক্লাব (১৯৮৪) ও দ্য গডফাদার পার্ট ৩ (১৯৯০) এবং ভীতিপ্রদ চলচ্চিত্র ব্রাম স্টোকার্স ড্রাকুলা (১৯৯২)।

Thumb
২০০১ সালের কান চলচ্চিত্র উৎসবে কোপলা।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.