ইলেকট্রন-ভোল্ট হলো শক্তির একপ্রকার একক। একে দ্বারা প্রকাশ করা হয়।
১ ভোল্ট বিভব পার্থক্যর দু'টি স্থানের একটি থেকে অন্যটিতে একটি ইলেকট্রনকে স্থানান্তর করতে ইলেকট্রনটির দ্বারা যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকেই ১ ইলেকট্রন-ভোল্ট বলে। এটি এস. আই. একক নয়, তবে মৌলিক কণিকা সমূহের শক্তি পরিমাপ করতে এই এককটি ব্যবহার করা হয়।[1][2]
পরিমাপা | একক | এসআই এককের মান |
---|---|---|
শক্তি | eV | ১.৬০২১৭৬৬৩৪×১০−১৯ জু |
ভর | eV/c2 | ১.৭৮২৬৬২×১০−৩৬ কিg |
ভরবেগ | eV/c | ৫.৩৪৪২৮৬×১০−২৮ kg·m/s |
তাপমাত্রা | eV/kB | ১.১৬০৪৫১৮১২×১০৪ K |
সময় | ħ/eV | ৬.৫৮২১১৯×১০−১৬ s |
দূরত্ব | ħc/eV | ১.৯৭৩২৭×১০−৭ মি |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.