দিয়াগো দা সিলভা কস্তা (স্পেনীয়: [ˈdjeɣo ða ˈsilβa ˈkosta], পর্তুগিজ: [ˈdʒjeɡu ˈsiwvɐ ˈkɔstɐ]; জন্ম ৭ই অক্টোবর ১৯৮৮) একজন ব্রাজিলে জন্মানো স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি লা লিগা দল আতলেতিকো মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলে একজন স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
দিয়েগো কস্তা
Thumb
আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলছেন কস্তা, ২০১৪ সাল।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিয়েগো দা সিলভা কস্তা
জন্ম (1988-10-07) ৭ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৬)
জন্ম স্থান লাগার্তো, ব্রাজিল
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ১৮
যুব পর্যায়
২০০৪–২০০৬ বার্সেলোনা এসপোর্তিভো ক্যাপেলা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬ ব্রাগা (০)
২০০৬পেনাফিয়েল (ধারে) ১৩ (৫)
২০০৭–২০০৯ অ্যাটলেটিকো মাদ্রিদ (০)
২০০৭ → ব্রাগা (ধারে) (০)
২০০৭–২০০৮সেলতা ভিগো (ধারে) ৩০ (৫)
২০০৮–২০০৯ → অ্যালবাসেট (ধারে) ৩৫ (৯)
২০০৯–২০১০ রিয়াল ভ্যালাদোলিদ ৩৪ (৮)
২০১০– আতলেতিকো মাদ্রিদ ৯৪ (৪৩)
২০১২ → রায়ো ভায়াকানো (ধারে) ১৬ (১০)
২০১৪- চেলসি ৮৯ (৫২)
২০১৮– আতলেতিকো মাদ্রিদ ২৩ (৩)
জাতীয় দল
২০১৩ ব্রাজিল (০)
২০১৪– স্পেন ২৪ (১০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০শে মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১শে জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।
বন্ধ

কস্তা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন পর্তুগীজ ক্লাব ব্রাগার হয়ে। ২০০৭ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে চুক্তিবদ্ধ করে। এরপরে কস্তা পুনরায় ব্রাগা, সেলতা ভিগো এবং অ্যালবাসেটে ধারে খেলেন। ২০০৯ সালে তাকে রিয়াল ভ্যালাদোলিদের নিকট বিক্রি করে দেয়া হয়। এর পরের বছর তিনি পুনরায় অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে আসেন এবং অ্যাটলেটিকোর আক্রমণভাগের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন। ২০১৩-১৪ মৌসুমে, তার ২৭ গোলের সৌজন্যে অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮ বছর পর পুনরায় লা লিগা জিততে সক্ষম হয়।

আন্তর্জাতিক ফুটবলে কস্তা ব্রাজিলের হয়ে ২০১৩ সালে ২টি খেলায় অংশগ্রহণ করেন। এরপর তিনি স্পেনের প্রতিনিধিত্ব করা ইচ্ছা প্রকাশ করেন এবং ২০১৩ সালে সেপ্টেম্বর মাসে স্পেনীয় নাগরিকত্ব পান। স্পেনের হয়ে ২০১৪ সালের মার্চ মাসে তার অভিষেক ঘটে এবং তিনি স্পেনের হয়ে ২০১৪ ফিফা বিশ্বকাপ২০১৮ ফিফা বিশ্বকাপে অংশ নেন।

পরিসংখ্যান

ক্লাব

২০শে মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
আরও তথ্য ক্লাব, মৌসুম ...
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
পেনাফিয়েল ২০০৬-০৭ লিগা দে হর্না ১৩১৪
ব্রাগা ২০০৬–০৭ প্রিমেরা লিগা [lower-alpha 1]
সেলতা ভিগো ২০০৭–০৮ সেগুন্দা ডিভিশন ৩০৩১
আলবাসেট ২০০৮–০৯ সেগুন্দা ডিভিশন ৩৫১০৩৬১০
রিয়াল ভালোদোলিদ ২০০৯–১০ লা লিগা ৩৪৩৬
আতলেতিকো মাদ্রিদ ২০১০–১১ লা লিগা ২৮[lower-alpha 1]৩৯
রায়ো ভায়েকানো ২০১১-১২ লা লিগা ১৬১০১৬১০
আতলেতিকো মাদ্রিদ ২০১২–১৩ লা লিগা ৩১১০[lower-alpha 1]৪৪২০
২০১৩–১৪ ৩৫২৭[lower-alpha 2]৫২৩৬
মোট ৯৪৪৩২১১০২০১১১৩৭৬৪
চেলসি ২০১৪-১৫ প্রিমিয়ার লিগ ২৬২০[lower-alpha 2]৩৭২১
২০১-২০৬ ২৮১২[lower-alpha 2]৪১১৬
২০১৬-১৭ ৩৫২০৪২২২
২০১৭-২০১৮
মোট ৮৯৫২১৬১৫১২০৫৯
আতলেতিকো মাদ্রিদ ২০১৭-১৮ লা লিগা ১৫[lower-alpha 1]২৩
সর্বমোট ৩৩২১৩৭৪৪১৮৪২১৬৪২০১৭১
বন্ধ

আন্তর্জাতিক

২১শে জুন ২০১৮[2] পর্যন্ত হালনাগাদকৃত।
আরও তথ্য স্পেন, বছর ...
স্পেন
বছরউপস্থিতিগোল
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
সর্বমোট২৪১০
বন্ধ

সম্মাননা

ক্লাব

আতলেতিকো মাদ্রিদ
চেলসি

ব্যক্তিগত

  • কোপা দেল রে: সর্বোচ্চ গোলদাতা ২০১২-১৩
  • লা লিগা মাস সেরা খেলোয়াড়: সেপ্টেম্বর ২০১৩
  • লা লিগা মৌসুম সেরা দল: ২০১৩-১৪
  • ট্রফিও ইএফই: ২০১৩-১৪
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ মৌসুম সেরা দল: ২০১৩-১৪
  • প্রিমিয়ার লিগ মাস সেরা খেলোয়াড়: আগস্ট ২০১৪, নভেম্বর ২০১৬
  • ফিফপ্রো বিশ্ব একাদশ তৃতীয় দল: ২০১৪
  • ফিফপ্রো বিশ্ব একাদশ পঞ্চম দল: ২০১৩
  • পিএফএ বর্ষসেরা দল: ২০১৪-১৫ প্রিমিয়ার লিগ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.