ডায়মন্ড হারবার
ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের শহর এবং পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের শহর এবং পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডায়মন্ড হারবার (উচ্চারণ: [ˈɖae̯mɔnɖ ˈɦarbar] () )ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি শহর ও পৌরসভা। হুগলি নদীর তীরে অবস্থিত এই শহর ডায়মন্ড হারবার মহকুমার সদর।[3]
ডায়মন্ড হারবার | |
---|---|
ছোট শহর | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২.১৯১০০৯১° উত্তর ৮৮.১৯০৪৭৪১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগনা |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | ডায়মন্ড হারবার পৌরসভা |
• সংসদ সদস্য | অভিষেক বন্দ্যোপাধ্যায় |
• বিধানসভার সদস্য | পান্নালাল হালদার |
আয়তন | |
• মোট | ১০.৩৬ বর্গকিমি (৪.০০ বর্গমাইল) |
উচ্চতা | ৮ মিটার (২৬ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪১,৮০২ |
• জনঘনত্ব | ৪,০০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা[1][2] |
• অতিরিক্ত সরকারি | ইংরেজি[1] |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৪৩৩৩১ |
টেলিফোন কোড | +৯১ ৩১৭৪ |
যানবাহন নিবন্ধন | WB-১৯ থেকে WB-২২, WB-৯৫ থেকে WB-৯৯ |
লোকসভা কেন্দ্র | ডায়মন্ড হারবার |
বিধানসভা কেন্দ্র | ডায়মন্ড হারবার |
ওয়েবসাইট | www |
ডায়মন্ড হারবার আগে "হাজীপুর" নামে পরিচিত ছিল, এবং এটি হাজীপুর খাঁড়ির তীরে অবস্থিত ছিল। ব্রিটিশরা এই বসতির নাম ডায়মন্ড হারবার (ইংরেজি: Diamond Harbour) রেখেছিল এবং তারা এখানে নদী ও সমুদ্রের জাহাজ পরিচালনা করত।[4][5] ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ জলদস্যু হার্মাদের সময় থেকে এই এলাকা পরিচিত।[6] এখানে চিংড়িখালি কেল্লা নামক এক দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে, যা ১৬০০-এর দশকে হার্মাদের তৈরি বলে মনে করা হয়।[7]
ডায়মন্ড হারবারের অবস্থান ২২°১১′২৮″ উত্তর ৮৮°১১′২৬″ পূর্ব। এর গড় উচ্চতা ৮ মিটার (২৬ ফু)।[8]
কোপেন–গাইগার জলবায়ু শ্রেণিবিন্যাস অনুযায়ী এর জলবায়ু ক্রান্তীয় সাভানা (Aw)।
ডায়মন্ড হারবারের জলবায়ু সামগ্রিকভাবে উষ্ণ ও আর্দ্র। এর গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেকসময় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং শীতকালে এর তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ২১ মে ২০০২-এ এখনকার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং ১৩ জানুয়ারি ২০০৩-এ এর সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছিল। এখনকার বার্ষিক বৃষ্টিপাত ১,৬০০ মিমি। এখনকার আর্দ্রতা ৭৬%।
ডায়মন্ড হারবার (১৯৮১–২০১০, চরম ১৯৭৮–২০১২)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ৩৩.২ (৯১.৮) |
৩৮.০ (১০০.৪) |
৩৮.৭ (১০১.৭) |
৪১.৮ (১০৭.২) |
৪৩.০ (১০৯.৪) |
৪০.৪ (১০৪.৭) |
৩৭.৪ (৯৯.৩) |
৩৭.৪ (৯৯.৩) |
৩৬.৫ (৯৭.৭) |
৩৬.৮ (৯৮.২) |
৩৫.৫ (৯৫.৯) |
৩২.০ (৮৯.৬) |
৪৩.০ (১০৯.৪) |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৫.৫ (৭৭.৯) |
২৮.৬ (৮৩.৫) |
৩২.১ (৮৯.৮) |
৩৩.৩ (৯১.৯) |
৩৩.৯ (৯৩.০) |
৩৩.০ (৯১.৪) |
৩১.৮ (৮৯.২) |
৩১.৮ (৮৯.২) |
৩১.৮ (৮৯.২) |
৩২.০ (৮৯.৬) |
২৯.৯ (৮৫.৮) |
২৬.৯ (৮০.৪) |
৩০.৯ (৮৭.৬) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১৪.১ (৫৭.৪) |
১৭.৮ (৬৪.০) |
২২.৬ (৭২.৭) |
২৫.৭ (৭৮.৩) |
২৬.৬ (৭৯.৯) |
২৭.০ (৮০.৬) |
২৬.৮ (৮০.২) |
২৬.৭ (৮০.১) |
২৬.৪ (৭৯.৫) |
২৪.৫ (৭৬.১) |
১৯.৮ (৬৭.৬) |
১৫.৩ (৫৯.৫) |
২২.৮ (৭৩.০) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | ৮.২ (৪৬.৮) |
৯.৮ (৪৯.৬) |
১৪.১ (৫৭.৪) |
১৮.০ (৬৪.৪) |
১৯.৩ (৬৬.৭) |
২১.৪ (৭০.৫) |
২৩.২ (৭৩.৮) |
২১.৫ (৭০.৭) |
২২.৪ (৭২.৩) |
১৮.৫ (৬৫.৩) |
১৩.৩ (৫৫.৯) |
৯.৮ (৪৯.৬) |
৮.২ (৪৬.৮) |
বৃষ্টিপাতের গড় মিমি (ইঞ্চি) | ১৩.৩ (০.৫২) |
২৪.২ (০.৯৫) |
৪০.৮ (১.৬১) |
৫২.৮ (২.০৮) |
১২৪.০ (৪.৮৮) |
২৭৭.৭ (১০.৯৩) |
৩৬৪.৬ (১৪.৩৫) |
৩০৪.৯ (১২.০০) |
৩১৪.১ (১২.৩৭) |
১৩৩.৭ (৫.২৬) |
৩২.৪ (১.২৮) |
৩.৭ (০.১৫) |
১,৬৮৬.৩ (৬৬.৩৯) |
বৃষ্টিবহুল দিনগুলির গড় | ১.০ | ১.৫ | ২.১ | ৩.০ | ৬.২ | ১২.২ | ১৫.৯ | ১৬.০ | ১৩.৫ | ৫.৮ | ১.৪ | ০.৪ | ৭৯.০ |
আপেক্ষিক আদ্রতার গড় (%) (17:30 IST) | ৬৭ | ৬৫ | ৬৭ | ৭৬ | ৭৮ | ৮৪ | ৮৫ | ৮৫ | ৮৬ | ৮০ | ৭৪ | ৭০ | ৭৬ |
উৎস: ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ[9][10] |
বছর | জন. | ±% |
---|---|---|
১৯৫১ | ৯,৮১৮ | — |
১৯৬১ | ১০,১৩৫ | +৩.২% |
১৯৭১ | ১৩,০৭২ | +২৯% |
১৯৮১ | ২০,২৫৯ | +৫৫% |
১৯৯১ | ৩০,২৬৬ | +৪৯.৪% |
২০০১ | ৩৭,২৩৪ | +২৩% |
২০১১ | ৪১,৮০২ | +১২.৩% |
উৎস:[11] |
২০১১ সালের জনগণনা অনুসারে ডায়মন্ড হারবারের মোট জনসংখ্যা ৪১,৮০২, যার মধ্যে ২১,০৫০ জন পুরুষ এবং ২০,৭৫২ জন মহিলা। ৩,৬৮৮ জন ব্যক্তি ৬ বছর বা তার কম বয়সী। স্বাক্ষর ব্যক্তির সংখ্যা ৩২,৭৫৩ এবং পুরুষের স্বাক্ষরতার হার ৮১.৭% ও মহিলার ৭৫.০%। ৬ বছরের বেশি বয়সীদের মধ্যে কার্যকর স্বাক্ষরতার হার ৮৫.৯%, যার মধ্যে পুরুষদের স্বাক্ষরতার হার ৮৯.৬% ও মহিলাদের ৮২.২%। জনসংখ্যার মধ্যে ৫,২২১ জন তফসিলি জাতি এবং ৭২ জন তফসিলি জনজাতির অন্তর্গত।[12]
২০০১ সালের জনগণনা অনুসারে ডায়মন্ড হারবারের জনসংখ্যা ৩৭,২৩৮।[13] এর মধ্যে পুরুষ ৫১%, এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৭%, এবং নারীদের মধ্যে এই হার ৬৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ডায়মন্ড হারবারের সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
ডায়মন্ড হারবার শহরের ১০.৩৬ বর্গকিলোমিটার (৪.০০ বর্গমাইল) এলাকা ডায়মন্ড হারবার পৌরসভার অধীনে। ১৯৮২ সালে এই পৌরসভার প্রতিষ্ঠা এবং এটি ১৬টি ওয়ার্ডে বিভক্ত। ২০২২ সালের পৌর নির্বাচনের পর থেকে এই পৌরসভা তৃণমূল কংগ্রেসের অধীনে।[14][15]
ডায়মন্ড হারবার পৌরসভা, ডায়মন্ড হারবার ১ ও ডায়মন্ড হারবার ২ সমষ্টি উন্নয়ন ব্লক জুড়ে ১৩৪ বর্গকিলোমিটার (৫২ বর্গমাইল) এলাকা ডায়মন্ড হারবার থানার অধীনে।[16][17]
ডায়মন্ড হারবার মহিলা থানার এক্তিয়ার ডায়মন্ড হারবার পৌরসভা, ডায়মন্ড হারবার ১ ও ডায়মন্ড হারবার ২ সমষ্টি উন্নয়ন ব্লক জুড়ে বিস্তৃত।[18][17]
ডায়মন্ড হারবার শহরে ডায়মন্ড হারবার ১ সমষ্টি উন্নয়ন ব্লকের সদরদপ্তর অবস্থিত।[19]
২৫০টি বিছানাসহ ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল ডায়মন্ড হারবার মহকুমার প্রধান সরকারি চিকিৎসালয়।[25] এখানে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে কিন্তু রোগী মৃত্যু বা আগুন লাগার ঘটনায় এটি তার সুনাম খুইয়েছে।[26]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.