চর্মরোগবিদ্যা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চর্মরোগবিদ্যা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা ত্বক নিয়ে কাজ করে । [1] [2] এটি চিকিৎসা (মেডিক্যাল) এবং শল্য চিকিৎসা (surgical aspects) উভয় চিকিৎসার একটি বিশেষত্ব। [3] [4] [5] একজন চর্মরোগ বিশেষজ্ঞ হলেন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি ত্বক, চুল , নখ এবং কিছু প্রসাধনী (কসমেটিক) সমস্যা সম্পর্কিত রোগের চিকিৎসা করেন। [6]
তন্ত্র | ত্বক |
---|---|
উল্লেখযোগ্য রোগ | ত্বকের ক্যান্সার |
বিশেষজ্ঞতা | চর্মরোগ বিশেষজ্ঞ |
১৮০১ সালে চর্মরোগবিদ্যাের প্রথম দুর্দান্ত বিদ্যালয়(great school) প্যারিসের বিখ্যাত হাপিটাল সেন্ট-লুইতে বাস্তবে পরিণত হয় এবং এই সম্পর্কে প্রথম পাঠ্যপুস্তক (উইলানস, ১৭৯৮-১৮০৮) এবং অ্যাটলেস ( আলবার্ট, ১৮০৬–-১৮১৪) একই সময়ে মুদ্রণের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। [7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.