কোস্কো
পেরুর শহর, ইনকাদের প্রাচীন রাজধানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কোস্কো (বাংলা উচ্চারণ: [ˈkosko]) বা কুস্কু (কেচুয়া: Qusqu, [ˈqɔsqɔ]), অন্যান্য বানান: কুস্কো, কুজকো বা কোজকো, হলো আন্দিজ পর্বতমালার উরুবাম্বা উপত্যকার (পবিত্র উপত্যকা নামেও পরিচিত) কাছে অবস্থিত দক্ষিণ-পূর্ব পেরুর একটি শহর। কোস্কো প্রদেশের মত, এটা কোস্কো অঞ্চলের রাজধানী। এটা কোস্কো নটের পূর্ব প্রান্তে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় ৩,৪০০ মিটারের (১১,২০০ ফুট) কাছাকাছি। ২০০৫ সালের আদমশুমারী অনুসারে এর জনসংখ্যা ৩২৯,২০৩[2] জন।
কোস্কো | |
---|---|
Cusco / Cuzco (স্পেনীয়) Qusqu (কেচুয়া) | |
ডাকনাম: La Ciudad Imperial (সাম্রাজ্যিক শহর) | |
কোস্কোর জেলাসমূহ | |
পেরুতে এর অবস্থান | |
স্থানাঙ্ক: ১৩°৩১′৩০″ দক্ষিণ ৭১°৫৮′২০″ পশ্চিম | |
দেশ | পেরু |
অঞ্চল | কোস্কো |
প্রদেশ | কোস্কো |
প্রতিষ্ঠাকাল | ১১০০ |
সরকার | |
• ধরন | শহর |
• মেয়র | লুইস ফ্লোরেজ |
আয়তন | |
• মোট | ৩৮৫.১ বর্গকিমি (১৪৮.৭ বর্গমাইল) |
উচ্চতা | ৩,৩৯৯ মিটার (১১,১৫২ ফুট) |
জনসংখ্যা ২০১৩ | |
• মোট | ৪,৩৫,১১৪ |
• আনুমানিক (২০১৫)[1] | ৪,২৭,২১৮ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
বিশেষণ | cuzqueño/a |
সময় অঞ্চল | PET (ইউটিসি-৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | PET (ইউটিসি-৫) |
এলাকা কোড | ৮৪ |
ওয়েবসাইট | www.municusco.gob.pe |
কোস্কো ঐতিহাসিক ইনকা সাম্রাজ্যের রাজধানী ছিল এবং ইউনেস্কো ১৯৮৩ সালে একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। এটা একটি প্রধান পর্যটক গন্তব্য স্থল এবং প্রতি প্রায় বছর ২০ লক্ষ পর্যটক এই শহরটি পরিদর্শন করে। এটা পেরুর সংবিধানে পেরু ঐতিহাসিক রাজধানী হিসেবে মনোনীত করা হয়।[3]
পৌরাণিক ইতিহাস ও নামের উৎপত্তি
এক সময় এই শহরের আদিবাসীদের নাম ছিল "কুস্কু" (কেচুয়া ভাষা: Qusqu)। শব্দটি কেচুয়াতে ব্যবহৃত হয়, যদিও তার উৎপত্তি আইমারা ভাষায় পাওয়া গিয়েছে।
আয়ার ভাইদের পৌরাণিক ভিত্তি অনুসারে, শব্দটির উৎপত্তি হয়েছে "কুস্কু ওয়াঙ্কা" ("Qusqu Wanka") বাক্যংশ থেকে যার অর্থ হল "পেঁচার পাথর"। এই লোককাহিনী অনুযায়ী, আয়ার আউকা (Ayar Auca) এক জোড়া ডানা পায় এবং ভবিষ্যত শহরের স্থান দিয়ে উড়ে এবং তার আয়ল্লু ("linage") এর জমির অধিকার চিহ্নিত করতে একটি শিলা রুপান্তরিত হয়।[4]
প্রধান দর্শনীয় স্থানসমূহ
প্লাজা দি আর্মাস (Plaza de Armas de Cuzco)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.