ব্রায়ান মায়ার্স (জন্ম: এপ্রিল ২০, ১৯৮৫) হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগির এবং প্রবর্তক। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই র ব্র্যান্ডে কার্ট হকিন্স নামে কুস্তি করেন। তিনি পূর্বে ২০০৬-২০১৪ পর্যন্ত ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত ছিলেন, কিছু সময় স্বাধীন সার্কিটে কুস্তি করা পর তিনি পুনরায় ২০১৬ সালে ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছেন।

দ্রুত তথ্য কার্ট হকিন্স, জন্ম নাম ...
কার্ট হকিন্স
Thumb
২০১১ সালে কার্ট হকিন্স
জন্ম নামব্রায়ান মায়ার্স[১]
জন্ম (1985-04-20) ২০ এপ্রিল ১৯৮৫ (বয়স ৩৯)[১]
গ্লেন কোভ, নিউ ইয়র্ক,
মার্কিন যুক্তরাষ্ট্র[১]
দাম্পত্য সঙ্গীলিজি কারচার (বি. ২০১৫)
সন্তান
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামব্রেন্ডন মায়ার্স[১]
ব্রায়ান মেজর[১]
ব্রায়ান মেজরস[১]
ব্রায়ান মায়ার্স[১]
কার্ট হকিন্স [১]
এমজে এপেলবলস[২]
কথিত উচ্চতা ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)[২]
কথিত ওজন২২৩ পা (১০১ কেজি)[২]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
কুইন্স, নিউ ইয়র্ক[২]
প্রশিক্ষকমিকি উইপরেক[১]
অভিষেক২০০৪[১]
বন্ধ

মায়ার্স ২ বারের ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এর মধ্যে তিনি ১ বার ছিলেন ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম (জ্যাক রাইডারের সাথে) এবং অন্য বার ছিলেন ইমপ্যাক্ট রেসলিং ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন (ট্রেভর লির সাথে)।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.