১৫ নং ক্রোমোজোম (মানবদেহ)

মানব ক্রোমোজোম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

১৫ নং ক্রোমোজোম (মানবদেহ)

১৫ নং ক্রোমোজোম হল মানবদেহে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোজোমের একটি। মানুষের সাধারণত ক্রোমোজোমে দুই সেট থাকে। ১৫ নং ক্রোমোজোমে ১০১ মিলিয়ন ভিত্তি জোড়া (যা ডিএনএ তৈরীর মূল উপাদান) থাকে, যা কোষে অবস্থিত মোট ডিএনএ-এর ৩ থেকে ৩.৫০%।

দ্রুত তথ্য ১৫ নং ক্রোমোজোম (মানবদেহ), বৈশিষ্ট্য ...
১৫ নং ক্রোমোজোম (মানবদেহ)
Thumb
১৫ নং মানব ক্রোমোজোমের জোড়া (জি ব্র্যান্ডিং-এর পরে)। একটি মাতা হতে, আরেকটি পিতা হতে।
Thumb
মানব পুরুষ ক্যারিওগ্রাম-এ ১৫ নং ক্রোমোজোমের জোড়া।
বৈশিষ্ট্য
দৈর্ঘ্য (bp)১০১,৯৯১,১৮৯ bp
জিনের সংখ্যা১,৪২৮
ধরনঅটোজোম
সেন্ট্রোমিয়ারের অবস্থানআক্রোসেন্ট্রিক[১]
শনাক্তকারী
রেফসেকNC_000015 (ইংরেজি)
জেন ব্যাংকCM000677 (ইংরেজি)
বন্ধ
Thumb
১৫ ১৩ নং মানব ক্রোমোজোমের ইডিওগ্রাম। Mbp অর্থ মেগা ভিত্তি জোড়া

গবেষকগণ প্রত্যেক ক্রোমোজমে অবস্থিত জীনের সংখ্যা নির্ধারণে বিভিন্ন পন্থা অনুসরণ করে। আনুমাণিক এই জীনের সংখ্যার কিছুটা কম বেশি হতে পারে। ক্রোমোজোম ১৫ সম্ভবত ৭০০ থেকে ৯০০টি জীন ধারণ করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.