চিলি
দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণভাগের দেশ; প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণভাগের দেশ; প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চিলি (স্পেনীয় ভাষায়: Chile চিলে) দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড। উত্তর-দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় ৪,২৭০ কিলোমিটার, কিন্তু এর গড় বিস্তার ১৮০ কিলোমিটারেরও কম। উত্তরের ঊষর মরুভূমি থেকে শুরু করে দক্ষিণের ঝঞ্ঝাপীড়িত হিমবাহ ও ফিয়র্ডসমূহ চিলির ভূ-দৃশ্যাবলির বৈচিত্র্যের স্বাক্ষর বহন করছে। দেশটির মধ্যভাগে একটি উর্বর উপত্যকা অবস্থিত। পূর্বে আন্দেস পর্বতমালা আর্জেন্টিনার সাথে সীমান্ত তৈরি করেছে। চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো মধ্যভাগের উপত্যকায় অবস্থিত।
চিলি প্রজাতন্ত্র República de Chile (স্পেনীয়) রেপুব্লিকা দে চিলে | |
---|---|
নীতিবাক্য: Por la Razón o la Fuerza পোর্ লা রাসোন্ ও লা ফুয়ের্সা "যুক্তি বা শক্তির মাধ্যমে" (স্পেনীয়)[1] | |
জাতীয় সঙ্গীত: ইম্নো নাসিওনাল দে চিলে (স্পেনীয়) | |
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | সান্তিয়াগো1 |
সরকারি ভাষা | স্পেনীয় |
জাতীয়তাসূচক বিশেষণ | চিলীয় |
সরকার | গণতান্ত্রিক প্রজাতন্ত্র |
• রাষ্ট্রপতি | মিশেল বাশলে |
স্বাধীনতা স্পেন থেকে | |
• First National Government Junta | September 18 1810 |
• Declared | February 12 1818 |
• Recognized | April 25 1844 |
আয়তন | |
• মোট | ৭,৫৬,৯৫০ কিমি২ (২,৯২,২৬০ মা২) (৩৮ তম) |
• পানি (%) | 1.07² |
জনসংখ্যা | |
• আনুমানিক | 16,598,074 |
• ২০১৭ আদমশুমারি | ১,৭৫,৭৪,০০৩[2] (৬৪ তম) |
• ঘনত্ব | ২৪/কিমি২ (৬২.২/বর্গমাইল) (১৯৪ তম) |
জিডিপি (পিপিপি) | ২০১৮ আনুমানিক |
• মোট | $472.413 billion[3] (৪২ তম) |
• মাথাপিছু | $25,425[3] (৫৩ তম) |
জিডিপি (মনোনীত) | ২০১৮ আনুমানিক |
• মোট | $265.224 billion[3] (৩৮ তম) |
• মাথাপিছু | $14,274[3] (49th) |
জিনি (২০১৫) | ৪৭.৭[4] উচ্চ |
মানব উন্নয়ন সূচক (2015) | 0.847[5] অতি উচ্চ |
মুদ্রা | Peso (CLP) |
সময় অঞ্চল | ইউটিসি-4 (n/a) |
ইউটিসি-3 (n/a) | |
কলিং কোড | ৫৬ |
ইন্টারনেট টিএলডি | .cl |
|
চিলির অধিকাংশ জনগণ দেশের মধ্যাঞ্চলের উর্বর কেন্দ্রীয় উপত্যকায় বাস করেন। বেশির ভাগ লোক স্পেনীয় ও আদিবাসী আমেরিকানদের মিশ্র জাতির লোক। রোমান ক্যাথলিক ধর্ম এখানকার প্রধান ধর্ম। স্পেনীয় ভাষা এখানকার সরকারি ভাষা।
চিলি দক্ষিণ আমেরিকার একটি নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ। এর অর্থনীতি খনন শিল্প ও কৃষিভিত্তিক। চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক ও রপ্তানিকারক। এছাড়াও দেশটি ফলমূল ও শাকসবজি রপ্তানি করে। চিলির ওয়াইন অনেক দেশে জনপ্রিয়তা লাভ করেছে।
চিলি ১৬শ শতক থেকে স্পেনের একটি উপনিবেশ ছিল। ১৯শ শতকের শুরুর দিকে এটি স্বাধীনতা লাভ করে। গোটা ১৯শ শতক ধরে রপ্তানির মাধ্যমে এটি সমৃদ্ধি লাভ করে, কিন্তু এতে মূলত জমিদার উচ্চ শ্রেণীর লোকেরাই লাভবান হন। এখনও চিলিতে ধনী-দরিদ্রের বৈষম্য প্রকট।
১৯৭৩ সাল পর্যন্ত চিলিতে কোন সামরিক কু (coup) ঘটেনি, যা ছিল লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলির তুলনায় ব্যতিক্রম। ১৯৭৩ সালে এক সামরিক জান্তা ক্ষমতা দখল করে এবং ১৯৮৯ সালে গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত চিলি শাসন করে। ২১শ শতকের শুরুতে এসেও চিলি সামরিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.