ক্যারন (উপগ্রহ)
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্যারন বা শ্যারন সৌরজগতের বামন গ্রহ প্লুটোর সর্ববৃহৎ ও প্রথম আবিষ্কৃত উপগ্রহ। এটি ১৯৭৮ খ্রিষ্টাব্দের ২২ জুন ইউনাইটেড নেশনস ন্যাভাল অবযারভেটরি ফ্ল্যাগস্টাফ স্টেশন কর্তৃক আবিষ্কৃত হয়। ২০০৫ খ্রিষ্টাব্দে প্লুটোর আরো দুটি উপগ্রহ (নিক্স এবং হাইড্রা) আবিষ্কৃত হওয়ার পর ক্যারনকে আরো ডাকা হতে থাকে (134340) Pluto I নামে।[১] নাসা'র নিউ হরাইজন মিশন ২০১৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসে প্লুটো এবং ক্যারন ভ্রমণ করবে বলে শিডিউল করা হয়েছে।
![]() ক্যারনের, প্লুটোর দিকে মুখ করে থাকা গোলার্ধ (যা প্লুটো আর ক্যারনের অকুলেশনের সময় ধরতে পারা যায় উজ্জ্বলতার তারতম্যের কারণে) | |
আবিষ্কার | |
---|---|
আবিষ্কারক | জেমস ক্রিস্টি |
আবিষ্কারের তারিখ | জুন ২২, ১৯৭৮ |
বিবরণ | |
উচ্চারণ | /ˈkɛərən/; also /ˈʃærən/ [note ১] |
বিকল্প নামসমূহ | প্লুটো ১ (Pluto I)[১] |
বিশেষণ | Charonian |
কক্ষপথের বৈশিষ্ট্য [২] | |
যুগ 2 452 600.5 | |
অর্ধ-মুখ্য অক্ষ | 17 536 ± 4 km to system barycenter, 19 571 ± 4 km to the center of Pluto |
উৎকেন্দ্রিকতা | 0.002 2 |
কক্ষীয় পর্যায়কাল | 6.387 230 4 ± 0.000 001 1 d (6 d 9 h 17 m 36.7 ± 0.1 s) |
নতি | 0.001° (to Pluto's equator) 119.591 ± 0.014° (to Pluto's orbit) 112.783 ± 0.014° (to the ecliptic) |
উদ্বিন্দুর দ্রাঘিমা | 223.046 ± 0.014° (to vernal equinox) |
যার উপগ্রহ | প্লুটো |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
গড় ব্যাসার্ধ | 603.5 ± 1.5 km[৩] (0.095 Earths) |
পৃষ্ঠের ক্ষেত্রফল | 4.58×১০৬ km² |
আয়তন | 902,700,000 km³ (0.0008 Earths)[৪] |
ভর | (1.52 ± 0.06)×১০২১ kg[২] (2.54×১০−৪ Earths) (11.6% of Pluto) |
গড় ঘনত্ব | 1.65 ± 0.06 g/cm³[২] |
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ | 0.278 m/s2 |
মুক্তি বেগ | 0.580 km/s .36 mi/s |
ঘূর্ণনকাল | synchronous |
অক্ষীয় ঢাল | zero? |
প্রতিফলন অনুপাত | varies between 0.36 and 0.39 |
তাপমাত্রা | -220°C (53 K) |
আপাত মান | 16.8[৫] |
পরম মান (H) | 1[৬] |
কৌণিক ব্যাস | 55 milli-arcsec[৭] |
ক্যারনকে কখনও কাইরন (Chiron)-এর সাথে গুলিয়ে ফেললে চলবে না, কারণ ক্যারন হলো সৌরজগতের একটি উপগ্রহ, অন্যদিকে কাইরন হলো সৌরজগতের বাইরের অন্য সৌরজগতের একটি বামন গ্রহ।
উচ্চারণ
বাংলায় একে অনেকে "চ্যারন" বলে থাকেন, তবে এর সঠিক উচ্চারণ[৮] হলো "ক্যারন" বা "শ্যারন"। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইংরেজিভাষী বিশ্বে "শ্যারন" নামটি বেশি প্রচলিত।
পর্যবেক্ষণ

১৯৯০'র দিকে, হাবল টেলিস্কোপের নেয়া ছবিগুলোই প্রথম প্রমাণ করতে সক্ষম হয় যে, প্লুটো এবং ক্যারন আলাদা আলাদা গোলাকৃতি। পরবর্তিতে ভূমি থেকে পরিচালিত টেলিস্কোপের ক্ষেত্রেও এ্যাডাপ্টিভ অপটিক্স-এর উন্নয়ন প্লুটো এবং ক্যারনের আলাদা গোলাকৃতির ব্যাপারটি সমাধান করা সম্ভব হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.