বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব (/ˈbltən/ (শুনুন), ইংরেজি: Bolton Wanderers Football Club; এছাড়াও বোল্টন ওয়ান্ডারার্স এফসি অথবা শুধুমাত্র বোল্টন ওয়ান্ডারার্স নামে পরিচিত) হচ্ছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব।[4] এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ স্তরের ফুটবল লিগ ইএফএল লিগ টু-এ খেলে। এই ক্লাবটি ১৮৭৪ সালে ক্রাইস্ট চার্চ ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বোল্টন ওয়ান্ডারার্স তাদের সকল হোম ম্যাচ বোল্টনের বোল্টন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৮,৭২৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ান ইভাট। বর্তমানে পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় রিকার্দো সান্তোস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
বোল্টন ওয়ান্ডারার্স
Thumb
পূর্ণ নামবোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব
ডাকনামদ্য ট্রটার, দ্য ওয়ান্ডারার্স, দ্য ওয়াইটস
প্রতিষ্ঠিত১৮৭৪; ১৫০ বছর আগে (1874) (ক্রাইস্ট চার্চ ফুটবল ক্লাব হিসেবে)
মাঠবোল্টন বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম
ধারণক্ষমতা২৮,৭২৩[1]
মালিকফুটবল ভেঞ্চার্স (ওয়াইটস) লিমিটেড[2][3]
ম্যানেজারইংল্যান্ড ইয়ান ইভাট
লিগইএফএল লিগ ওয়ান
২০২২–২৩৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

ফুটবল লিগের প্রতিষ্ঠাতা সদস্য বোল্টন ১৯২০-এর দশকের সফল ক্লাব ছিল। উক্ত সময় ক্লাবটি ৩ বার এফএ কাপ জয়লাভ করেছিল। ন্যাট লফটহাউজের দেয়া একমাত্র গোলের মাধ্যমে ১৯৫৮ সালে তারা চতুর্থ বারের মত কাপটি জয়লাভ করে। ১৯৮৭ সালে ক্লাবটি সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করেছে। উক্ত সময় ক্লাবটি চতুর্থ স্তরে অবনমিত হয়েছিল। শীর্ষ বিভাগে ৩১ বছর অনুপস্থিতি থাকার পর ১৯৯৫ সালে তারা পুনরায় প্রিমিয়ার লিগে উন্নীত হয়।

ঘরোয়া ফুটবলে, বোল্টন ওয়ান্ডারার্স এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ৪টি এফএ কাপ এবং ১টি ফুটবল লিগ ট্রফি শিরোপা রয়েছে।

অর্জন

লিগ

  • দ্বিতীয় বিভাগ/চ্যাম্পিয়নশিপ
    • চ্যাম্পিয়ন: ১৯০৮–০৯, ১৯৭৭–৭৮, ১৯৯৬–৯৭
    • রানার-আপ: ১৮৯৯–১৯০০, ১৯০৪–০৫, ১৯১০–১১, ১৯৩৪–৩৫
  • তৃতীয় বিভাগ/লিগ ওয়ান
    • চ্যাম্পিয়ন: ১৯৭২–৭৩
    • রানার-আপ: ১৯৯২–৯৩, ২০১৬–১৭

কাপ

  • এফএ কাপ
    • চ্যাম্পিয়ন: ১৯২২–২৩, ১৯২৫–২৬, ১৯২৮–২৯, ১৯৫৭–৫৮
    • রানার-আপ: ১৮৯৩–৯৪, ১৯০৩–০৪, ১৯৫২–৫৩
  • ফুটবল লিগ কাপ
    • রানার-আপ: ১৯৯৪–৯৫, ২০০৩–০৪
  • এফএ চ্যারিটি শিল্ড
    • চ্যাম্পিয়ন: ১৯৫৮
  • ফুটবল লিগ ট্রফি
    • চ্যাম্পিয়ন: ১৯৮৮–৮৯
    • রানার-আপ: ১৯৮৫–৮৬

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.