Loading AI tools
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সংক্ষেপে বিবিসি, (ইংরেজি: British Broadcasting Corporation, BBC) যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা। টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান তৈরি এবং তথ্য সেবা সরবরাহ করা বিবিসির প্রধান কাজ। বিবিসি ১৯২২ সালে প্রতিষ্ঠা করা হয়। বিবিসি এর সদর দপ্তর হলো "ব্রডকাস্টিং হাউস"। যা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।
ধরন | পাবলিক সম্প্রচার |
---|---|
শিল্প | গণমাধ্যম |
পূর্বসূরী | ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯২৭ |
প্রতিষ্ঠাতা | জন রেইথ (মহাপরিচালক) জর্জ ভিলিয়ার্স |
সদরদপ্তর | ব্রডকাস্টিং হাউস, লন্ডন, ইংল্যান্ড , |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | ক্রিস প্যাটেন (চেয়ারম্যান, বিবিসি ট্রাস্ট) টিম ডেভি (মহাপরিচালক) |
পরিষেবাসমূহ | টেলিভিশন, রেডিও, অনলাইন |
আয় | £৪.৮৮৯ বিলিয়ন (২০১৯)[1] |
সুদ ও করপূর্ব আয় | £−৫২ মিলিয়ন (২০১৯)[1] |
নীট আয় | £−৬৯ মিলিয়ন (২০১৯)[1] |
মোট সম্পদ | £১.১৭২ বিলিয়ন (২০১৯) [1] |
মালিক | দ্য ক্রাউন (Publicly-Owned) |
কর্মীসংখ্যা | ২২,২১৯ (২০২১) |
ওয়েবসাইট | bbc.co.uk |
পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ১৯২২ সালের ১৮ অক্টোবর ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড নামে ইহা প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক ভাবে ৬টি ব্রিটিশ কোম্পানি মিলিত হয়ে এই লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করে। এই ছয়টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হল: মার্কোনী, রেডিও কমিউনিকেশন কোম্পানি, মেট্রোপলিটন-ভিকার্স (মেট্রোভিক), জেনারেল ইলেকট্রিক, ওয়েষ্টার্ণ ইলেকট্রিক ও ব্রিটিশ থমসন-হউষ্টন (বিটিএইচ)। ১৯২২ সালের ১৪ নভেম্বর লন্ডনের মার্কোনী হাউসের ২এলও স্টেশন থেকে প্রথম অনুষ্ঠান সম্প্রচারিত হয়।
বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে ১১ অক্টোবর, ১৯৪১ সাল থেকে।
বিবিসি একটি সংবিধিবদ্ধ কর্পোরেশন যা সরাসরি সরকারি হস্তক্ষেপ থেকে স্বাধীন। বিবিসির কার্যক্রম এপ্রিল ২০১৭ থেকে বিবিসি বোর্ড দ্বারা তত্ত্বাবধান করা হয় এবং অফকম দ্বারা নিয়ন্ত্রিত হয়। [2] [3] বিবিসির বর্তমান চেয়ারম্যান রিচার্ড শার্প। [4]
বিবিসি রাজকীয় সনদের অধীনে কাজ করে। [5] বর্তমান চার্টারটি ১ জানুয়ারী ২০১৭ থেকে কার্যকর হয়েছে এবং ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত এর মেয়াদ থাকবে। [6] ২০১৭ চার্টারটিতে বিবিসি ট্রাস্টকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এটিকে বিবিসি বোর্ডের পরিচালনায় অফকমের বাহ্যিক প্রবিধানের সাথে প্রতিস্থাপিত করা হয়েছে। [6]
রাজকীয় সনদের অধীনে বিবিসিকে স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। [7] এই লাইসেন্সটি একটি চুক্তির ভিত্তিতে করা হয়েছে যা বিবিসিকে সম্প্রচারের অনুমতি দেওয়ার শর্তাবলী নির্ধারণ করে। [7]
বিবিসি বোর্ড ২০১৭ সালের এপ্রিলে গঠিত হয়েছিল। এটি পূর্ববর্তী গভর্নিং বডি, বিবিসি ট্রাস্টকে প্রতিস্থাপন করেছে, যা ২০০৭ সালে বোর্ড অফ গভর্নরকে প্রতিস্থাপিত করে তৈরি করা হয়েছিল। বোর্ড কর্পোরেশনের জন্য কৌশল নির্ধারণ করে, বিবিসি-এর পরিষেবা প্রদানে বিবিসি নির্বাহী বোর্ডের কর্মক্ষমতা মূল্যায়ন করে এবং মহাপরিচালক নিয়োগ করে। বিবিসির নিয়ন্ত্রণ বর্তমানে অফকমের দায়িত্বে। বোর্ড নিম্নলিখিত সদস্যদের নিয়ে গঠিত। [8] [9]
নাম | অবস্থান | সময়কাল | |
---|---|---|---|
রিচার্ড শার্প | চেয়ারম্যান | ১৬ ফেব্রুয়ারি ২০২১ | 15 ফেব্রুয়ারি 2025 |
Tim Davie, সিবিই | মহাপরিচালক | 1 সেপ্টেম্বর 2020 | - |
Sir Nicholas Serota, সিএইচ | সিনিয়র ইন্ডিপেন্ডেন্ট পরিচালক | 3 এপ্রিল 2017 | 2 এপ্রিল 2024 |
শুমিত ব্যানার্জি | অ নির্বাহী পরিচালক | 1 জানুয়ারী 2022 | 31 ডিসেম্বর 2025 |
স্যার ড্যামন বুফিনি | অ নির্বাহী পরিচালক | 1 জানুয়ারী 2022 | 31 ডিসেম্বর 2025 |
শার্লি গ্যারুড | অ নির্বাহী পরিচালক | 3 জুলাই 2019 | 2 জুলাই 2023 |
Ian Hargreaves, সিবিই | অ নির্বাহী পরিচালক | 2 এপ্রিল 2020 | 2 এপ্রিল 2023 |
স্যার রবি গিব | ইংল্যান্ডের সদস্য | ৭ মে ২০২১ | 6 মে 2024 |
মুরিয়েল গ্রে | স্কটল্যান্ডের সদস্য | 3 জানুয়ারী 2022 | 2 জানুয়ারী 2026 |
ডেম এলান ক্লস স্টিফেনস | ওয়েলসের সদস্য | 20 জুলাই 2017 | 19 জুলাই 2020 |
20 জানুয়ারী 2021 | 20 জুলাই 2023 | ||
উত্তর আয়ারল্যান্ড এক্সিকিউটিভ দ্বারা নিয়োগ করা হবে | উত্তর আয়ারল্যান্ডের সদস্য | - | - |
শার্লট মুর | প্রধান বিষয়বস্তু কর্মকর্তা | 1 সেপ্টেম্বর 2020 | 2 সেপ্টেম্বর 2022 |
লে তাভাজিভা | প্রধান পরিচালন কর্মকর্তা | ফেব্রুয়ারি 2021 | - |
জনাথন মুনরো | ভারপ্রাপ্ত পরিচালক, সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স | জানুয়ারী 2022 | - |
কার্যনির্বাহী কমিটি সম্প্রচারের নিয়মিত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। বিবিসির জৈষ্ঠ পরিচালকদের সমন্বয়ে গঠিত এই কমিটি প্রতি মাসে একবার বৈঠকে বসে এবং বোর্ড দ্বারা নির্ধারিত একটি কাঠামোর মধ্যে অপারেশনাল ম্যানেজমেন্ট এবং পরিষেবা সরবরাহের বিষয়ে কাজ করে। [10]
নাম | অবস্থান |
---|---|
টিম ডেভি | মহাপরিচালক (নির্বাহী কমিটির সভাপতি) |
কেরিস ব্রাইট | প্রধান গ্রাহক কর্মকর্তা |
টম ফাসেল | সিইও, বিবিসি স্টুডিও |
লে তাভাজিভা | প্রধান পরিচালন কর্মকর্তা |
রোদ্রি তালফান ডেভিস | জাতি ও অঞ্চল বিষয়ক পরিচালক |
শার্লট মুর | প্রধান বিষয়বস্তু কর্মকর্তা |
গৌতম রঙ্গরাজন | কৌশল ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা দলের পরিচালক |
জুন সারপং | পরিচালক, সৃজনশীল বৈচিত্র্য |
জনাথন মুনরো | সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্সের অন্তর্বর্তীকালীন পরিচালক |
কর্পোরেশনের নিম্নলিখিত কিছু অভ্যন্তরীণ বিভাগ রয়েছে যা বিবিসির আউটপুট এবং অপারেশনগুলিকে পরিচালনা করে: [11] [12]
বিবিসি সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন বাণিজ্যিক বিভাগও পরিচালনা করে:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.