আর্নে টিসেলিয়ুস বা আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস (ইংরেজি: Arne Tiselius বা Arne Wilhelm Kaurin Tiselius) একজন সুইডিশ প্রাণরসায়নবিজ্ঞানী। তিনি ১৯৪৮ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

দ্রুত তথ্য আর্নে টিসেলিয়ুস, জন্ম ...
আর্নে টিসেলিয়ুস
Thumb
জন্ম
আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস

(১৯০২-০৮-১০)১০ আগস্ট ১৯০২
মৃত্যু২৯ অক্টোবর ১৯৭১(1971-10-29) (বয়স ৬৯)
আপসালা, সুইডেন
জাতীয়তাসুইডিশ
মাতৃশিক্ষায়তনউপসালা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণElectrophoresis
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৪৮)
ফ্রাঙ্কলিন মেডেল (১৯৫৫)
ফেলো অব দ্য রয়েল সোসাইটি (১৯৫৭)[1]
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহউপসালা বিশ্ববিদ্যালয়
বন্ধ
Thumb
নোবেল পুরস্কার জাদুঘরে প্রদর্শিত টিসেলিয়ুসের ম্যাগনিফাইং গ্লাস

জীবনী

টিসেলিয়ুস ১৯০২ সালের ১০ অগাস্ট স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৫ সালে থিওডোর সভেডবার্গ এর ল্যাবরেটরীতে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। তিনি ১৯৩০ সালে ডক্টর'স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ইন্টারন্যাশোনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত নোবেল ফাউন্ডেশোনের বোর্ডের চেয়ারম্যানহিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.