৩৫ জুলীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যেটি শনিবার দিয়ে শুরু। সেই সময়ে এই বছর গ্যালাস ও সেইয়ানাস-এর কন্সালশীপের বছর বলে পরিচিত ছিল (বা, কম প্রচলিত, আব উরবে কন্দিতার ৭৮৮ বছর; রোম প্রতিষ্ঠার বছর)। এই বছরকে ৩৫ বলে আখ্যায়িত করা হয় শুরুর দিকের মধ্যযুগীয় কাল থেকে, যখন ইউরোপে কমন এরা এবং অ্যানো ডোমিনি বছরের নামকরনের জন্য প্রচলিত পদ্ধতি হয়ে উঠে।
গ্রেগরীয় বর্ষপঞ্জি | ৩৫ XXXV |
আব উর্বে কন্দিতা | ৭৮৮ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৪৭৮৫ |
বাংলা বর্ষপঞ্জি | −৫৫৯ – −৫৫৮ |
বেরবের বর্ষপঞ্জি | ৯৮৫ |
বুদ্ধ বর্ষপঞ্জি | ৫৭৯ |
বর্মী বর্ষপঞ্জি | −৬০৩ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৫৫৪৩–৫৫৪৪ |
চীনা বর্ষপঞ্জি | 甲午年 (কাঠের ঘোড়া) ২৭৩১ বা ২৬৭১ — থেকে — 乙未年 (কাঠের ছাগল) ২৭৩২ বা ২৬৭২ |
কিবতীয় বর্ষপঞ্জি | −২৪৯ – −২৪৮ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ১২০১ |
ইথিওপীয় বর্ষপঞ্জি | ২৭–২৮ |
হিব্রু বর্ষপঞ্জি | ৩৭৯৫–৩৭৯৬ |
হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
- বিক্রম সংবৎ | ৯১–৯২ |
- শকা সংবৎ | প্রযোজ্য নয় |
- কলি যুগ | ৩১৩৫–৩১৩৬ |
হলোসিন বর্ষপঞ্জি | ১০০৩৫ |
ইরানি বর্ষপঞ্জি | ৫৮৭ BP – ৫৮৬ BP |
ইসলামি বর্ষপঞ্জি | ৬০৫ BH – ৬০৪ BH |
জুলীয় বর্ষপঞ্জি | ৩৫ XXXV |
কোরীয় বর্ষপঞ্জি | ২৩৬৮ |
মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ১৮৭৭ 民前১৮৭৭年 |
সেলেউসিড যুগ | ৩৪৬/৩৪৭ এজি |
থাই সৌর বর্ষপঞ্জি | ৫৭৭–৫৭৮ |
উইকিমিডিয়া কমন্সে ৩৫ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
ঘটনাবলী
স্থান অনুসারে
রোমান সাম্রাজ্য
- প্লিনি দ্য এল্ডারকে এই বছরের আগেই রোমে আনা হয়।
পারস্য
- তিরিডেটস তৃতীয় পার্থিয়ার রাজা হন। খ্রীষ্টপূর্ব ৩৬ (পর্যন্ত)
জন্ম
- ডেসিমাস ভ্যালারিয়াস এশিয়াটিকাস,রোমান সিনেটর এবং শাসক।
- গাইআস নিমফিডিয়াস সাবিনাস, রোমান শহরের হাকিমি ক্ষমতাসম্পন্ন শাসক (আনুমানিক তারিখ)
- মার্কাস ফ্যাবিয়াস কুইন্টিলিয়ানাস, রোমান বিশেষজ্ঞ বক্তা (আনুমানিক তারিখ)
- কুইন্টাস জুনিয়াস আরুলেনাস রুস্টিকাস, রোমান সিনেটর (মৃত্যু খ্রীষ্টপূর্ব ৯৩)
- স্টাটিলিয়া মেসালিনা, রোমান সম্রাজ্ঞী এবং নীরোর স্ত্রী (আনুমানিক তারিখ)
মুত্যু
- আরসেসেস প্রথম (আরশাক প্রথম) অ-রোমানীয় স্বীকৃতি প্রাপ্ত আরমেনিয়ার সম্ভাব্য ভারপ্রাপ্ত রাজা।
- Epaticcus এপ্যাটিকাস, কাতুভেলৌনির ব্রিটিশ রাজপুত্র (আনুমানিক তারিখ)
- গাইআস পপপিয়াস সাবিনাস, রোমান কূটনীতিক এবং কনসাল।
- লুসিয়াস ফুলসিনিয়াস ট্রায়ো, রোমান সিনেটর এবং নির্বাচিত স্থলাভিষিক্ত উচ্চপদস্থ রোমান কনসাল
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.