Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৭ সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ হলো সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ-এর ৪র্থ আসর। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৬ বাছাইপর্ব থাকার কারণে সব দল অনূর্ধ্ব-১৫ দল পাঠায়, তাই টুর্নামেন্টটিকে অফিসিয়ালি অনূর্ধ্ব-১৫ করা হয়েছে। টুর্নামেন্ট টি ১৮-২৪ আগস্ট ২০১৭ তে নেপালে অনুষ্ঠিত হয়। ৬ টি দল ২টি গ্রুপে ভাগ হয়ে খেলে। যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়।[1]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | নেপাল |
তারিখ | ১৮-১৭ আগস্ট ২০১৭ |
দল | ৬ |
মাঠ | ২ (ললিতপুর এবং কাঠমান্ডুটি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ভারত (২য় শিরোপা) |
রানার-আপ | নেপাল |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১০ |
গোল সংখ্যা | ৫১ (ম্যাচ প্রতি ৫.১টি) |
শীর্ষ গোলদাতা | ফয়সাল আহমেদ |
সেরা খেলোয়াড় | বিক্রম প্রতাপ সিং |
ফেয়ার প্লে পুরস্কার | বাংলাদেশ |
১০ জুলাই ২০১৭ তারিখে বাফুফে ভবনে একটি ড্র অনুষ্ঠানে নেপালকে আয়োজক হিসেবে নির্ধারণ করা হয়।[2]
|
|
শুধুমাত্র ১ জানুয়ারি ২০০২ অথবা তার পরে জন্মগ্রহণকারীরাই খেলতে পারবে।
ললিতপুর | কাঠমুন্ডু |
---|---|
আনফা কমপ্লেক্স | হালচোক স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ৪,০০০ | ধারণক্ষমতা: ৩,৫০০ |
সকল খেলা ইউটিসি+০৫:৪৫ সময়ে অনুষ্ঠিত হয়।
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলাদেশ | ২ | ২ | ০ | ০ | ৭ | ০ | +৭ | ৬ |
২ | ভুটান | ২ | ১ | ০ | ১ | ৬ | ৩ | +৩ | ৩ |
৩ | শ্রীলঙ্কা | ২ | ০ | ০ | ২ | ০ | ১০ | −১০ | ০ |
উৎস : গোলনেপাল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০১৭ তারিখে
ভুটান | ৬-০ | শ্রীলঙ্কা |
---|---|---|
খান্দো ৮', ২৪' কিঙ্গা ওয়াংচুক ৩০' কেলজাং জিগমি ৪৩', ৪৫+১' সিদ্ধার্থ গুরুং ৯০' |
Report |
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ২ | ২ | ০ | ০ | ১১ | ১ | +১০ | ৬ |
২ | নেপাল (আয়োজক) | ২ | ১ | ০ | ১ | ৭ | ২ | +৫ | ৩ |
৩ | মালদ্বীপ | ২ | ০ | ০ | ২ | ০ | ১৫ | −১৫ | ০ |
উৎস : গোলনেপাল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০১৭ তারিখে
সেমিফাইনাল | ফাইনাল | |||||
২৫ আগস্ট – আনফা কমপ্লেক্স | ||||||
বাংলাদেশ | ২ | |||||
২৭ আগস্ট – আনফা কমপ্লেক্স | ||||||
নেপাল | ৪ | |||||
নেপাল | 1 | |||||
২৫ আগস্ট – হালচোক স্টেডিয়াম | ||||||
ভারত | 2 | |||||
ভারত | ৩ | |||||
ভুটান | ০ | |||||
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ | ||||||
২৭ আগস্ট – হালচোক স্টেডিয়াম | ||||||
বাংলাদেশ | ৮ | |||||
ভুটান | ০ |
টুর্নামেন্টে ভালো খেলা ফলস্বরূপ নিম্নের পুরস্কারগুলো দেয়া হয়।
ফিফা ফেয়ার প্লে পুরস্কার | সেরা খেলোয়াড় | গোল্ডেন বুট | |||
---|---|---|---|---|---|
বাংলাদেশ | বিক্রম প্রতাপ সিং | ফয়সাল আহমেদ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.