Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০০২–০৩ সন্তোষ ট্রফি ছিল ৫৮তম সন্তোষ ট্রফি সংস্করণ আসর। এটি ১৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০০২ পর্যন্ত মণিপুরের, ইম্ফলে অনুষ্ঠিত হয়েছিল।
জাতীয় রাজ্য চ্যাম্পিয়নশিপে সারা ভারত থেকে ৩২টি দলের অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু পরে ৩টি রাজ্য দল প্রত্যাহার করে নেয়। ফাইনালটি স্বাগতিক মণিপুর এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেরালার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, যেটি মণিপুর ভারতীয় আন্তর্জাতিক টোম্বা সিংয়ের গোল্ডেন গোলে জিতেছিল।
ভেন্যুসমূহ: মাপাল কাংজেইবুং স্টেডিয়াম, কুমান লামপাক মেইন স্টেডিয়াম, কুমান লামপাক ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন গ্রাউন্ড, থাংমেইবন্দ অ্যাথলেটিক ইউনিয়ন মাঠ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলা | ২ | ২ | ০ | ০ | ১২ | ০ | +১২ | ৬ | কোয়ার্টার-ফাইনাল লিগে অগ্রসর |
২ | জম্মু ও কাশ্মীর | ২ | ১ | ০ | ১ | ৪ | ৫ | −১ | ৩ | |
৩ | রাজস্থান | ২ | ০ | ০ | ২ | ০ | ১১ | −১১ | ০ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মহারাষ্ট্র | ২ | ২ | ০ | ০ | ৫ | ২ | +৩ | ৬ | কোয়ার্টার-ফাইনাল লিগে অগ্রসর |
২ | মেঘালয় | ২ | ১ | ০ | ১ | ৪ | ৪ | ০ | ৩ | |
৩ | চণ্ডীগড় | ২ | ০ | ০ | ২ | ১ | ৪ | −৩ | ০ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | পাঞ্জাব | ২ | ২ | ০ | ০ | ১ | ০ | +১ | ৬ | কোয়ার্টার-ফাইনাল লিগে অগ্রসর |
২ | মিজোরাম | ২ | ১ | ০ | ১ | ২ | ২ | ০ | ৩ | |
৩ | মধ্যপ্রদেশ | ২ | ০ | ০ | ২ | ১ | ৩ | −২ | ০ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মণিপুর | ২ | ২ | ০ | ০ | ১৭ | ০ | +১৭ | ৬ | কোয়ার্টার-ফাইনাল লিগে অগ্রসর |
২ | হিমাচল প্রদেশ | ২ | ১ | ০ | ১ | ১ | ৮ | −৭ | ৩ | |
৩ | পন্ডিচেরি | ২ | ০ | ০ | ২ | ০ | ১০ | −১০ | ০ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | আসাম | ২ | ২ | ০ | ০ | ৬ | ০ | +৬ | ৬ | কোয়ার্টার-ফাইনাল লিগে অগ্রসর |
২ | বিহার | ২ | ১ | ০ | ১ | ১ | ৩ | −২ | ৩ | |
৩ | অন্ধ্রপ্রদেশ | ২ | ০ | ০ | ২ | ০ | ৪ | −৪ | ০ | |
৩ | দমন ও দিউ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | প্রত্যাহার করেছে |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সার্ভিসেস | ২ | ২ | ০ | ০ | ৮ | ০ | +৮ | ৬ | কোয়ার্টার-ফাইনাল লিগে অগ্রসর |
২ | সিকিম | ২ | ১ | ০ | ১ | ৩ | ৩ | ০ | ৩ | |
৩ | উত্তরপ্রদেশ | ২ | ০ | ০ | ২ | ০ | ৮ | −৮ | ০ | |
৪ | অরুণাচল প্রদেশ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | প্রত্যাহার করেছে |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কর্ণাটক | ৩ | ৩ | ০ | ০ | ১২ | ১ | +১১ | ৯ | কোয়ার্টার-ফাইনাল লিগে অগ্রসর |
২ | ত্রিপুরা | ৩ | ২ | ০ | ১ | ৭ | ৬ | +১ | ৬ | |
৩ | গুজরাত | ৩ | ১ | ০ | ২ | ২ | ১০ | −৮ | ৩ | |
৩ | হরিয়ানা | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৫ | −৪ | ০ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | উড়িষ্যা | ২ | ১ | ১ | ০ | ৪ | ১ | +৩ | ৪ | কোয়ার্টার-ফাইনাল লিগে অগ্রসর |
২ | দিল্লি | ২ | ০ | ২ | ০ | ২ | ২ | ০ | ২ | |
৩ | নাগাল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ১ | ৪ | −৩ | ১ | |
৪ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | প্রত্যাহার করেছে |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কেরালা | ২ | ২ | ০ | ০ | ৬ | ৩ | +৩ | ৬ | সেমি-ফাইনালে অগ্রসর |
২ | পশ্চিমবঙ্গ | ২ | ১ | ০ | ১ | ৪ | ৪ | ০ | ৩ | |
৩ | আসাম | ২ | ০ | ০ | ২ | ২ | ৫ | −৩ | ০ |
পশ্চিমবঙ্গ | ২–১ | আসাম |
---|---|---|
বিশ্বাস ৬' (পে.) অমর পাইন ৩৮' |
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | সঞ্জীব রংপি ৬৫' |
কেরালা | ৩–২ | পশ্চিমবঙ্গ |
---|---|---|
সিলভেস্টার ইগনাতিয়াস ৩১', ৫৮' টি. উসমান ৮৭' |
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | চন্দন দাস ৩০' সন্দীপ দাস ৭৯' |
কেরালা | ৩–১ | আসাম |
---|---|---|
দীনেশ কে. ৭১' সিলভেস্টার ইগনাতিয়াস ৭৭' আবদুল নওশাদ ৯০' |
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | সানজিবা রংপি ৩৭' |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সার্ভিসেস | ২ | ১ | ১ | ০ | ৩ | ১ | +২ | ৪ | সেমি-ফাইনালে অগ্রসর |
২ | মহারাষ্ট্র | ২ | ১ | ১ | ০ | ২ | ১ | +১ | ৪ | |
৩ | রেলওয়েজ | ২ | ০ | ০ | ২ | ০ | ৩ | −৩ | ০ |
মহারাষ্ট্র | ১–১ | সার্ভিসেস |
---|---|---|
আহমেদ ২' | প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | প্রদীপ দেবনাথ ৪৮' |
রেলওয়েজ | ০–১ | মহারাষ্ট্র |
---|---|---|
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | মুসা ৩৭' |
রেলওয়েজ | ০–২ | সার্ভিসেস |
---|---|---|
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | প্রীতম বাহাদুর ১৩', ৫৮' |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | গোয়া | ২ | ২ | ০ | ০ | ৪ | ২ | +২ | ৬ | সেমি-ফাইনালে অগ্রসর |
২ | কর্ণাটক | ২ | ১ | ০ | ১ | ৩ | ২ | +১ | ৩ | |
৩ | পাঞ্জাব | ২ | ০ | ০ | ২ | ১ | ৪ | −৩ | ০ |
পাঞ্জাব | ০–২ | কর্ণাটক |
---|---|---|
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | মহেন্দ্র মণি ২২' সুনীল এস. কুমার ৩০' |
গোয়া | ২–১ | কর্ণাটক |
---|---|---|
জুল আলবার্তো ৩' সুখদেব আরওয়াদে ৩৮' |
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | এস. পরমেশ ৫৬' |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মণিপুর | ২ | ১ | ১ | ০ | ৬ | ৩ | +৩ | ৪ | সেমি-ফাইনালে অগ্রসর |
২ | তামিলনাড়ু | ২ | ১ | ১ | ০ | ৪ | ৩ | +১ | ৪ | |
৩ | ওড়িশা | ২ | ০ | ০ | ২ | ২ | ৬ | −৪ | ০ |
মণিপুর | ৪–১ | ওড়িশা |
---|---|---|
বিজেন সিং ৯', ৮২' টিকেন সিং ৩৮' করতে। সিং ৬০' |
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | প্রেমচাঁদ সিং ৩৬' |
তামিলনাড়ু | ২–১ | ওড়িশা |
---|---|---|
পি. মুথু ২৪', ২৮' | প্রতিবেদন | সরোজ কান্ত পট্টনায়েক ১৯' |
মণিপুর | ২–২ | তামিলনাড়ু |
---|---|---|
উত্তম সিং ২৪' টিকেন সিং ৬৯' |
প্রতিবেদন[অকার্যকর সংযোগ] | কুলোথুঙ্গান ৬' এ. কুমারভেল ৯০+' |
পুরস্কার[১৫] | খেলোয়াড় |
---|---|
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট | জেমস লুকরাম সিং (মণিপুর) |
ফাইনালের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় | তোম্বা সিং (মণিপুর) |
সেরা গোলরক্ষক | নরেন সিং (মণিপুর) |
সর্বোচ্চ গোলদাতা | বিজেন সিং (৯টি গোল) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.