গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ১৯৭৭ সালের প্রধান ঘটনা প্রবাহ
দ্রুত তথ্য শতাব্দী:, দশক: ...
বন্ধ
সেপ্টেম্বর
- ২৮ সেপ্টেম্বর : জাপানি লাল সেনা ফ্লাইট ৪৭২ নামের জাপানী বিমানকে ভারতের উপর থেকে ছিনতাই করে এবং সেই বিমানকে পরে ঢাকায় অবতরন করতে বাধ্য করে।
- ৩০ সেপ্টেম্বর : বগুড়া এ এক অভু্যত্থান ব্যর্থ বিদ্রোহ ঘটে।
অক্টোবর
- ২ অক্টোবর : বগুড়ার বিদ্রোহ এর পরপরই ঢাকায় ব্যর্থ আরেকটি প্রচেষ্টা ঘটে।
- ১৯৭৭ সালে জোবেরা রহমান লিনু একক, দ্বৈত আর মিশ্র দ্বৈতে জাতীয় চ্যাম্পিয়ন হন এবং এর পর থেকে টানা ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুকে নিজের নাম উঠান। [4]
- ১৯৭৭ সালে একটি ফরাসি কনসাল্টিং প্রতিষ্ঠান পারমাণবিক চুল্লি স্থাপনের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা পরিচালনা করে। বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে এই সমীক্ষাকার্যে অর্থের যোগান দেয়। এই সমীক্ষা থেকে রূপপুরে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চুল্লি স্থাপনের পক্ষে মত দেওয়া হয়।[5]
- ১৯৭৭ সালে রাষ্ট্রপতির ৬২নং অধ্যাদেশ দ্বারা রাজশাহীতে প্রধান কার্যালয়সহ বাংলাদেশ রেশম বোর্ড গঠিত হয়।[6]
ডি নোলেন; এফ গ্রটজ; সি হার্টম্যান। এশিয়ার ইলেকশন: অ্যা ডাটা হ্যান্ডবুক (ভলিউম-১ সংস্করণ)। অক্সফোড ইউনিভার্সিটি প্রকাশনা। পৃষ্ঠা ৫৩৪। আইএসবিএন 0191530417।