মানব ক্রোমোজোম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
১৩ নং ক্রোমোজোম হল মানবদেহে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোজোমের একটি। মানুষের সাধারণত ক্রোমোজোমে দুই সেট থাকে। ১৩ নং ক্রোমোজোমে ১১৪ মিলিয়ন ভিত্তি জোড়া (যা ডিএনএ তৈরীর মূল উপাদান) থাকে, যা কোষে অবস্থিত মোট ডিএনএ-এর ৩.৫ থেকে ৪.০%।
১৩ নং ক্রোমোজোম (মানবদেহ) | |
---|---|
![]() ১৩ নং মানব ক্রোমোজোমের জোড়া (জি ব্র্যান্ডিং-এর পরে)।
একটি মাতা হতে, আরেকটি পিতা হতে। | |
![]() মানব পুরুষ ক্যারিওগ্রাম-এ ১৩ নং ক্রোমোজোমের জোড়া। | |
বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য (bp) | ১১৪,৩৬৪,৩২৮ bp |
জিনের সংখ্যা | ৯৯৩ |
ধরন | অটোজোম |
সেন্ট্রোমিয়ারের অবস্থান | আক্রোসেন্ট্রিক[১] |
শনাক্তকারী | |
রেফসেক | NC_000013 (ইংরেজি) |
জেন ব্যাংক | CM000675 (ইংরেজি) |
গবেষকগণ প্রত্যেক ক্রোমোজমে অবস্থিত জীনের সংখ্যা নির্ধারণে বিভিন্ন পন্থা অনুসরণ করে। আনুমাণিক এই জীনের সংখ্যার কিছুটা কম বেশি হতে পারে। ক্রোমোজোম ১৩ সম্ভবত ৩০০ থেকে ৭০০টি জীন ধারণ করে।[২]
Seamless Wikipedia browsing. On steroids.