Loading AI tools
ৎ (আধ্বব: [t̪], নাম: খণ্ড ত [kʰɔnɖo t̪ɔ]) বাংলা বর্ণমালার বিশেষ বর্ণ যা প্রকৃতপক্ষে ত-এর খণ্ড রূপ।
ৎ | |
---|---|
ব্যবহার | |
লিখনপদ্ধতি | বাংলা লিপি |
ধরন | শব্দীয় বর্ণমালা লিপি |
উৎপত্তির ভাষা | বাংলা ভাষা |
উচ্চারণ ব্যবহার | [t̪] |
ইউনিকোড মান | U+09CE |
বর্ণমালায় অবস্থান | ৪৭ |
ইতিহাস | |
ক্রমবিকাশ |
|
অন্যান্য | |
লেখার দিক | বাম থেকে ডানে |
ৎ এর উচ্চারণ "ত্"-এর ন্যায়।
এই বর্ণ সবসময় অন্ত্যধ্বনিদল হিসেবে ব্যবহৃত হয়। সংস্কৃত (তৎসম) শব্দে এর দেখা মেলে। মূলত, শব্দের অন্ত্যে "ত্" থাকলে, তা বাংলা লিপিতে "ৎ" দিয়ে লেখা হয়। যেমন, মহৎ (মহত্)। যুক্তবর্ণে "ত্"-এর ঠিক পরবর্তী বর্ণ হিসেবে যদি ত, থ, ন, ব, ম, য কিংবা র যুক্ত হয়, তবে তারা নিজস্ব বিশেষ যুক্তাক্ষর রূপ (যথাক্রমে, ত্ত, ত্থ, ত্ন, ত্ব, ত্ম, ত্য, ত্র) তৈরি করে; এই সাতটি ব্যতীত বাকি যে-কোনো ব্যঞ্জনবর্ণ "ত্"-এর পরবর্তী স্থানে থাকলে, "ত্" পরিণত হয় "ৎ"-য়ে। উদাহরণস্বরূপ, উত্থান (উত্থান), কিন্তু উৎস (উত্স)।
এর ব্যবহার আকস্মিক ধ্বন্যাত্মক শব্দেও পাওয়া যায়। কিছু কিছু বিদেশী শব্দের উচ্চারনেও "ৎ"-এর ব্যবহার দেখা যায়। তবে দেশী শব্দে একই উচ্চারণের জন্য এর পরিবর্তে "ত"-ই ব্যবহৃত হয়, যেমন "নাতনি" বা "করাত"।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.