হিরাক্লিয়াস বা ফ্ল্যাভিয়াস হিরাক্লিয়াস অগাস্টাস (৫৭৫-১১ জানুয়ারি,৬৪১খৃ.) ছিলেন একজন বাইজান্টাইনীয় এবং প্রাচ্যীয় রোমান সম্রাট যিনি ৬১০ থেকে ৬৪১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন|[১] তার পিতা হিরাক্লিয়াস দ্য এল্ডারের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন| তিনিই প্রথম গ্রিক ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রবর্তন করেন| তিনি তৎকালীন স্যাসানিড সম্রাট দ্বিতীয় খসরু পারভেজ এর কাছে যুদ্ধে পরাজিত হন| খ্রিষ্টধর্ম এবং ইসলাম ধর্মের তৎকালীন ইতিহাসেও তার উপস্থিতি ও গুরুত্ব বিদ্যমান|
হিরাক্লিয়াস | |||||
---|---|---|---|---|---|
বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট | |||||
রাজত্ব | অক্টোবর ৫, ৬১০ – ফেব্রুয়ারি ১১, ৬৪১ | ||||
রাজ্যাভিষেক | অক্টোবর ৫, ৬১০ | ||||
পূর্বসূরি | ফোকাস | ||||
উত্তরসূরি | কনস্টান্টটাইন ৩ হিরাক্লোনাস | ||||
জন্ম | সি. ৫৭৫ কাপ্পাদকিয়া, অধুনাতন তুরস্ক | ||||
মৃত্যু | ফেব্রুয়ারি ১১, ৬৪১ (বয়স ৬৫ অথবা ৬৬) | ||||
বংশধর | কনস্টান্টটাইন ৩ হিরাক্লোনাস | ||||
| |||||
রাজবংশ | হিরাক্লাইন ডাইনাস্টি | ||||
পিতা | হিরাক্লিয়াস দ্যা এল্ডার | ||||
মাতা | ইপিফানিয়া |
ম্যাটরিনা | হিরাক্লিয়াস | ফাবিয়া ইডোকিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
অজানা মা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন আথালারিছস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইডোকিয়া ইপিফানিয়া | কনস্টান্টটাইন ৩ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কনস্টান্টটাইন | ফ্যাবিয়াস | দিওডোসিওস | কনস্টান্টটাইন হিরাক্লিয়াস | ডেভিড (টাইব্রিয়াস) | মার্টিনস | অগাস্টিনা (অগাস্টা) | আনাসতাসিয়া ও/অথবা মার্টিনা, অগাস্টা | ফেবরোনিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইসলামী ঐতিহ্যে হিরাক্লিয়াস
ইসলামিক ঐতিহ্যে হিরাক্লিয়াসের অবস্থান গুরুত্বপূর্ণ| ইসলামের তথ্য লিপিসমূহে তাকে হিরাকল নামে চিহ্নিত করা হয়েছে| ইসলামের প্রচলিত ঐতিহাসিক তথ্যানুসারে, ইসলামের নবী হযরত মুহাম্মাদ (সঃ) হিরাক্লিয়াসের কাছে দাহিইয়া কাল্ববী নামক সাহাবী ও বার্তাবাহক দূতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন| পত্র পড়ে হিরাক্লিয়াস নিকটে বাণিজ্যরত কুরাইশ নেতা আবু সুফিয়ান(পরবর্তীতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন) ও তার সাথের লোকদেরকে রাজসভায় ডেকে আনেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে নবী হযরত মুহাম্মাদ (সঃ) সম্পর্কে জেনে নবী হিসেবে তার মাঝে সকল বৈশিষ্ট্য খুঁজে পান| তিনি রাজসভায় উপস্থিত জনগণকে হযরত মুহাম্মাদ (সঃ) এর নবীত্ব মেনে নিতে আহবান জানালে জণগণ ক্ষেপে যায় এবং ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কায় তিনি তার বাহ্যিক মত পরিবর্তন করে পূর্বের অবস্থানে ফিরে যান|[২]
তথ্যসূত্র
আরও পড়ুন
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.